ইসরাইল অভিমুখী আরও ২ জাহাজে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল অভিমুখী আরও দু’টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। সাগরে জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে ইরানের মেহের বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

সূত্রটি বলছে, দু’টি জাহাজে দু’টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করা হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করেও জাহাজ দু’টি ইসরাইলের দিকে যেতে চাইলে তাদেরকে এভাবে বাধা দেওয়া হয়।

এর আগে যুক্তরাজ্যের সাগর ভিত্তিক বাণিজ্য সংস্থা বা ইউকেএমটিও বলেছে, লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালীতে একটি জাহাজের কাছে সম্ভবত বিস্ফোরণ ঘটেছে। একই প্রণালীতে আরেকটি জাহাজেও কিছু একটা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

ইয়েমেনের সেনাবাহিনীর পঞ্চম সামরিক অঞ্চলের কমান্ডার ইউসুফ আল মাদানি বলেছেন, গাজায় হামলা বৃদ্ধি মানেই লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি পাওয়া। ইয়েমেন ও ফিলিস্তিনের মধ্যে যারাই দূরত্ব সৃষ্টির চেষ্টা করবে আল্লাহর রহমতে তাদের বিরুদ্ধেই সংগ্রাম চলবে।

ইয়েমেনের নৌবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে গণহত্যা অব্যাহত থাকলে দখলদার ইসরাইলের জাহাজ ও তাদের অন্যান্য স্বার্থে আঘাত হানতেই থাকবে ইয়েমেনের সেনারা। পার্সটুডে

Tag :

Please Share This Post in Your Social Media

ইসরাইল অভিমুখী আরও ২ জাহাজে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

Update Time : ১২:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল অভিমুখী আরও দু’টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। সাগরে জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে ইরানের মেহের বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

সূত্রটি বলছে, দু’টি জাহাজে দু’টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করা হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করেও জাহাজ দু’টি ইসরাইলের দিকে যেতে চাইলে তাদেরকে এভাবে বাধা দেওয়া হয়।

এর আগে যুক্তরাজ্যের সাগর ভিত্তিক বাণিজ্য সংস্থা বা ইউকেএমটিও বলেছে, লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালীতে একটি জাহাজের কাছে সম্ভবত বিস্ফোরণ ঘটেছে। একই প্রণালীতে আরেকটি জাহাজেও কিছু একটা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

ইয়েমেনের সেনাবাহিনীর পঞ্চম সামরিক অঞ্চলের কমান্ডার ইউসুফ আল মাদানি বলেছেন, গাজায় হামলা বৃদ্ধি মানেই লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি পাওয়া। ইয়েমেন ও ফিলিস্তিনের মধ্যে যারাই দূরত্ব সৃষ্টির চেষ্টা করবে আল্লাহর রহমতে তাদের বিরুদ্ধেই সংগ্রাম চলবে।

ইয়েমেনের নৌবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে গণহত্যা অব্যাহত থাকলে দখলদার ইসরাইলের জাহাজ ও তাদের অন্যান্য স্বার্থে আঘাত হানতেই থাকবে ইয়েমেনের সেনারা। পার্সটুডে