ইসরাইলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের কাছে জরুরী পরিস্থিতিতে ১৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পর্যালোচনা ছাড়া শুক্রবার (৩০ ডিসেম্বর) এ অনুমোদন দেয়া হয়। ইসরাইলের অনুরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এর আগে চলতি মাসের শুরুতেও জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরাইলের কাছে ১৪ হাজার ট্যাংকের গোলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জরুরি পরিস্থিতির কারণে ইসরাইল সরকারের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রির প্রয়োজনীয়তার বিষয় নিশ্চিত হওয়ায় কংগ্রেসের পর্যালোচনা উপেক্ষা করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর মজুদ থেকেই অস্ত্রগুলো সরবরাহ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।

Tag :

Please Share This Post in Your Social Media

ইসরাইলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি

Update Time : ০১:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের কাছে জরুরী পরিস্থিতিতে ১৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পর্যালোচনা ছাড়া শুক্রবার (৩০ ডিসেম্বর) এ অনুমোদন দেয়া হয়। ইসরাইলের অনুরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এর আগে চলতি মাসের শুরুতেও জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরাইলের কাছে ১৪ হাজার ট্যাংকের গোলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জরুরি পরিস্থিতির কারণে ইসরাইল সরকারের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রির প্রয়োজনীয়তার বিষয় নিশ্চিত হওয়ায় কংগ্রেসের পর্যালোচনা উপেক্ষা করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর মজুদ থেকেই অস্ত্রগুলো সরবরাহ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।