ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরিয়ান সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরিয়ান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার সেনা।

সোমবার সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রোববার রাত ২টা ২০ মিনিটে ইসরাইলি বাহিনী অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি অভিমুখ থেকে দামেস্কের আশপাশের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিয়েছে।
এএফপি’র একজন সংবাদদাতা রাজধানীতে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে।
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহ যুদ্ধে ইসরাইল দেশটির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে কয়েকশ’ বার হামলা চালিয়েছে। তাদের এসব হামলার প্রধান লক্ষ্য ছিল ইরান সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনা।

Tag :

Please Share This Post in Your Social Media

ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরিয়ান সেনা নিহত

Update Time : ০১:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরিয়ান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার সেনা।

সোমবার সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রোববার রাত ২টা ২০ মিনিটে ইসরাইলি বাহিনী অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি অভিমুখ থেকে দামেস্কের আশপাশের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিয়েছে।
এএফপি’র একজন সংবাদদাতা রাজধানীতে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে।
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহ যুদ্ধে ইসরাইল দেশটির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে কয়েকশ’ বার হামলা চালিয়েছে। তাদের এসব হামলার প্রধান লক্ষ্য ছিল ইরান সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্থাপনা।