ইমরান সমর্থকদের সাফল্যে নেপথ্যের দুই নারী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১ Time View

দলের প্রধান কারাগারে। নির্বাচনে তার বা তার পরিবারের সদস্যদের অংশগ্রহণেও রয়েছে নিষেধাজ্ঞা। অনুগত সদস্যরা নির্বাচনে অংশ নিলেও ব্যবহার করতে দেয়া হয়নি দলীয় প্রতীক বা পরিচয়। ভোটে লড়তে হয়েছে স্বতন্ত্র পরিচয়ে। এর পরও পাকিস্তানের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতে নিয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরাই। বেসরকারিভাবে সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটির ইমরান অনুগত সদস্যরা জিতে নিয়েছেন ৯৪টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন পেয়েছে ৭৪ আসন। আর বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪ আসন।

চূড়ান্ত প্রতিকূলতার নির্বাচনে ইমরান খানের অনুগতদের এ সাফল্য পাকিস্তানের রাজনৈতিক সমীকরণকে এখন বেশ জটিল করে তুলেছে। দলটির সদস্যদের এ অভাবনীয় সাফল্যের পেছনে কৃতিত্বের অন্যতম বড় দাবিদার দুই নারী। তাদের মধ্যে একজন হলেন ইমরান খানের বোন আলিমা খানুম। আর অন্যজন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বোন মারিয়াম রিয়াজ ওয়াত্তু।

পিটিআইয়ের এ সাফল্যকে দলটির নির্বাচনে জয়লাভ হিসেবে দেখছেন আলিমা খানুম। এরই মধ্যে তিনি বলেছেন, তেহরিক-ই-ইনসাফই পাকিস্তানের পরবর্তী সরকার গঠনের দাবিদার। এছাড়া এবারের নির্বাচনে পিটিআইকে হারাতে ব্যাপক অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

ইমরান সমর্থকদের সাফল্যে নেপথ্যের দুই নারী

Update Time : ১০:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

দলের প্রধান কারাগারে। নির্বাচনে তার বা তার পরিবারের সদস্যদের অংশগ্রহণেও রয়েছে নিষেধাজ্ঞা। অনুগত সদস্যরা নির্বাচনে অংশ নিলেও ব্যবহার করতে দেয়া হয়নি দলীয় প্রতীক বা পরিচয়। ভোটে লড়তে হয়েছে স্বতন্ত্র পরিচয়ে। এর পরও পাকিস্তানের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতে নিয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরাই। বেসরকারিভাবে সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটির ইমরান অনুগত সদস্যরা জিতে নিয়েছেন ৯৪টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন পেয়েছে ৭৪ আসন। আর বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪ আসন।

চূড়ান্ত প্রতিকূলতার নির্বাচনে ইমরান খানের অনুগতদের এ সাফল্য পাকিস্তানের রাজনৈতিক সমীকরণকে এখন বেশ জটিল করে তুলেছে। দলটির সদস্যদের এ অভাবনীয় সাফল্যের পেছনে কৃতিত্বের অন্যতম বড় দাবিদার দুই নারী। তাদের মধ্যে একজন হলেন ইমরান খানের বোন আলিমা খানুম। আর অন্যজন ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বোন মারিয়াম রিয়াজ ওয়াত্তু।

পিটিআইয়ের এ সাফল্যকে দলটির নির্বাচনে জয়লাভ হিসেবে দেখছেন আলিমা খানুম। এরই মধ্যে তিনি বলেছেন, তেহরিক-ই-ইনসাফই পাকিস্তানের পরবর্তী সরকার গঠনের দাবিদার। এছাড়া এবারের নির্বাচনে পিটিআইকে হারাতে ব্যাপক অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।