ইবিতে সম্মান ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / ১৭০ Time View

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ তিন মাস পর ২০২১-২২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীনবরন অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন কমিটির আহবায়ক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও নবীন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সবুজে ঘেরা, পাখির কলতানে মুখরিত এই অঙ্গনে তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাই । তিনি বলেন, তোমরা যখন বেড়িয়ে যাবে যেনো আমরা বলতে পারি এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের অবস্থানের জন্য আমরা ধন্য। তিনি আরও বলেন, তোমরা যখন ভর্তিযুদ্ধে অংশ নিয়েছিলে তখন তোমার পিতা-মাতা তোমাদেরকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। সব উদ্বিগ্নতা কাটিয়ে যখন তোমরা ভর্তি হলে তোমাদের পিতামাতা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। আজ থেকে তোমাদের কমিটমেন্ট হোক, এই স্বপ্নকে তোমরা ভাঙ্গবে না। পিতামাতা এবং শিক্ষকদেরকে অতিক্রম করে তোমরা এমন জায়গায় যাও যেনো আমরা দেখতে পাই তোমরা উজ্জ্বল তারা হয়ে জ্বলছো।

এছাড়া অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশন বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন বলেন, মনুষ্যত্ব শিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। শিক্ষাকে কর্মমুখী ও গনমুখী করতে হবে। উচ্চশিক্ষার অর্থ এই নয় যে যুবসমাজ আর কৃষিতে ফিরে আসবে না, নিজের অঞ্চলের পেশায় ফিরে আসবেন না। আপনারা নতুন বই পড়ার চেষ্টা করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

পরে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনবরণ আয়োজনের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ইবিতে সম্মান ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

Update Time : ০৮:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ তিন মাস পর ২০২১-২২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীনবরন অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন কমিটির আহবায়ক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও নবীন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সবুজে ঘেরা, পাখির কলতানে মুখরিত এই অঙ্গনে তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাই । তিনি বলেন, তোমরা যখন বেড়িয়ে যাবে যেনো আমরা বলতে পারি এই বিশ্ববিদ্যালয়ে তোমাদের অবস্থানের জন্য আমরা ধন্য। তিনি আরও বলেন, তোমরা যখন ভর্তিযুদ্ধে অংশ নিয়েছিলে তখন তোমার পিতা-মাতা তোমাদেরকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। সব উদ্বিগ্নতা কাটিয়ে যখন তোমরা ভর্তি হলে তোমাদের পিতামাতা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। আজ থেকে তোমাদের কমিটমেন্ট হোক, এই স্বপ্নকে তোমরা ভাঙ্গবে না। পিতামাতা এবং শিক্ষকদেরকে অতিক্রম করে তোমরা এমন জায়গায় যাও যেনো আমরা দেখতে পাই তোমরা উজ্জ্বল তারা হয়ে জ্বলছো।

এছাড়া অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশন বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন বলেন, মনুষ্যত্ব শিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। শিক্ষাকে কর্মমুখী ও গনমুখী করতে হবে। উচ্চশিক্ষার অর্থ এই নয় যে যুবসমাজ আর কৃষিতে ফিরে আসবে না, নিজের অঞ্চলের পেশায় ফিরে আসবেন না। আপনারা নতুন বই পড়ার চেষ্টা করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

পরে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনবরণ আয়োজনের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।