ইতালিতে অভিবাসীদের জাহাজ ডুবে ৪১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি জাহাজডুবির ঘটনায় ৪১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জীবিতরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

বুধবার দুর্যোগ থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের বলেছেন, তারা তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করা একটি নৌকায় ছিলেন এবং সেটি ইতালি যাওয়ার পথে ডুবে যায়। ওই চারজন মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ বছর এ পর্যন্ত এক হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর শহর স্ফ্যাক্স, ইউরোপে নিরাপত্তা ও উন্নত জীবন খোঁজার অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।

সাম্প্রতিক দিনগুলোতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পেডুসায় আগত আরও দুই হাজার লোককে উদ্ধার করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ইতালিতে অভিবাসীদের জাহাজ ডুবে ৪১ জন নিহত

Update Time : ০৩:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি জাহাজডুবির ঘটনায় ৪১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জীবিতরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

বুধবার দুর্যোগ থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের বলেছেন, তারা তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করা একটি নৌকায় ছিলেন এবং সেটি ইতালি যাওয়ার পথে ডুবে যায়। ওই চারজন মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ বছর এ পর্যন্ত এক হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর শহর স্ফ্যাক্স, ইউরোপে নিরাপত্তা ও উন্নত জীবন খোঁজার অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।

সাম্প্রতিক দিনগুলোতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পেডুসায় আগত আরও দুই হাজার লোককে উদ্ধার করেছে।