আ.লীগের ত্রাণ উপ-কমিটির উদ্যোগে ” প্রতিবন্ধী শিশুদের মাঝে উন্নতমানের খাদ্য ও বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ১৯৮ Time View

নিজস্ব প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর তত্ত্বাবধানে কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে দেশের ১২টি জেলায় অসহায় এতিম শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও বস্ত্র প্রদান কর্মসূচি চলমান রয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাজধানীর মগবাজার গাবতলা অদির প্রতিবন্ধি বিদ্যালয় সহ ৫০০ শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির কো- অরডিনেটর সদস্য মোঃ আখলাকুর রহমান মাইনুর সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ উপকমিটির সদস্য, আমিনুল ইসলাম আবু, হাসিবুল ইসলাম বিজন, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, মোনাব্বর হোসেন মোনায়েম, মিজানুর রহমান, আবুল কাশেম সীমান্ত,অরিন্দম হালদার, হারুনর রশিদ,আব্দুল বারেক, আব্দুল্লাহ আল মাসুম, নুরী বেলাল, কপিল, ইদ্রিস আহমেদ মল্লিক, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলেনা আক্তার,অদির প্রতিবন্ধী বিদ্যালয়ের চেয়ারম্যান কোহিনুর আজাদ মলি প্রমুখ।

No description available.

এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আইনি কাঠামোর মাধ্যমে একীভূত স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নেয়া জরুরি। চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ও সাইকো সোশ্যাল কাউন্সিলের সমন্বয়ে চিকিৎসা দিতে পারলে বিভিন্ন জটিল সমস্যার সহজেই সমাধান সম্ভব। অনেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে; কিন্তু কাজের মধ্যে কোনো সমন্বয় নেই। বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি প্রক্রিয়ার মাধ্যমে কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

প্রতিবন্ধীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু সারাজীবন বাংলার কৃষক, শ্রমিক, গরিব ও দুঃখী মানুষকে ভালোবেসে গেছেন। শুধু তাই নয়, প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের জন্য অনেক অবদান রেখে গেছেন।

শিশুদের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

আ.লীগের ত্রাণ উপ-কমিটির উদ্যোগে ” প্রতিবন্ধী শিশুদের মাঝে উন্নতমানের খাদ্য ও বস্ত্র বিতরণ

Update Time : ০৪:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২

নিজস্ব প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর তত্ত্বাবধানে কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে দেশের ১২টি জেলায় অসহায় এতিম শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও বস্ত্র প্রদান কর্মসূচি চলমান রয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাজধানীর মগবাজার গাবতলা অদির প্রতিবন্ধি বিদ্যালয় সহ ৫০০ শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির কো- অরডিনেটর সদস্য মোঃ আখলাকুর রহমান মাইনুর সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ উপকমিটির সদস্য, আমিনুল ইসলাম আবু, হাসিবুল ইসলাম বিজন, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, মোনাব্বর হোসেন মোনায়েম, মিজানুর রহমান, আবুল কাশেম সীমান্ত,অরিন্দম হালদার, হারুনর রশিদ,আব্দুল বারেক, আব্দুল্লাহ আল মাসুম, নুরী বেলাল, কপিল, ইদ্রিস আহমেদ মল্লিক, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলেনা আক্তার,অদির প্রতিবন্ধী বিদ্যালয়ের চেয়ারম্যান কোহিনুর আজাদ মলি প্রমুখ।

No description available.

এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আইনি কাঠামোর মাধ্যমে একীভূত স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নেয়া জরুরি। চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ও সাইকো সোশ্যাল কাউন্সিলের সমন্বয়ে চিকিৎসা দিতে পারলে বিভিন্ন জটিল সমস্যার সহজেই সমাধান সম্ভব। অনেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে; কিন্তু কাজের মধ্যে কোনো সমন্বয় নেই। বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি প্রক্রিয়ার মাধ্যমে কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

প্রতিবন্ধীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু সারাজীবন বাংলার কৃষক, শ্রমিক, গরিব ও দুঃখী মানুষকে ভালোবেসে গেছেন। শুধু তাই নয়, প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের জন্য অনেক অবদান রেখে গেছেন।

শিশুদের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।