আমানতকারীদের জন্য আসছে সুখবর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ১৭০ Time View

নিজস্ব প্রতিবেদক

ঋণের সুদ হার বেড়ে যাওয়ায়, এবার আমানতকারীদের জন্য সুখবর আসছে। ব্যাংকগুলোতে আমানতের সুদ হার বাড়বে বলে জানিয়েছেন ব্যাংকাররা। ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন, তারল্য সঙ্কটের এই সময়ে, সুদহার বাড়িয়ে বাড়তি আমানত সংগ্রহ করতে পারবে দুর্বল ব্যাংকগুলো। সুদ হার বাড়ছে কবে, তা নিয়ে খোঁজ-খবর নেয়া শুরু করেছেন আমনতকারী গ্রাহকরা।

বেসরকারি এক স্কুলে ক্যান্টিনে কাজ করেন ইসমত আরা। তিন সন্তানের ভরণ পোষণসহ সংসারে একমাত্র উপার্জনকারী তিনিই। জানালেন, প্রতিমাসে সব খরচ মিটিয়ে সামান্য যে টাকা বাঁচে তাই তিনি সঞ্চয় করেন ভবিষ্যতের আশায়।

সোনালী ব্যাংক গ্রাহক ইসমত আরা বলেন, ‘আমার তিনটা মেয়ে, ছেলে নাই। ভবিষ্যতের জন্য আমি কিছু একটা করে রেখে যেতে চাই। আমার হাজবেন্ডও নেই।’

ইসমত আরার মতো লাখো গ্রাহক ব্যাংকগুলোতে সঞ্চয় করছেন। যার ওপর ভর করে মাসে মাসে বাড়ছে ব্যাংক খাতে আমানতের পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের ব্যাংকগুলোতে যে আমানত আছে তার ৮০ ভাগই মেয়াদি বা ব্যক্তির সঞ্চয় রাখা অর্থ।

কয়েকজন গ্রাহক জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখেই তারা অল্প অল্প করে টাকা জমান।

যদিও অসহনীয় জীবনযাত্রার খরচের এই সময়েও এই সঞ্চয়ের বিপরীতে কম-ই লভ্যাংশ দিচ্ছে দেশের ব্যাংকিং খাত। চলতি বছরের মে শেষে সার্বিক আমানতে গড় সুদহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ। সর্বোচ্চ আট শতাংশও সুদ দিচ্ছে কোন কোন ব্যাংক।

সোনালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক (জিএম) রেজাউল করিম বলেন, পর্যাপ্ত ডিপোজিট আমাদের রয়েছে।

এদিকে চলতি মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকার যোগান কমাতে ঋণের বিপরীতে সব ধরনের সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন , ঋণের এ বাড়ন্ত সুদ, আমানতের লভ্যাংশ বৃদ্ধিতে সহায়ক হবে-উপকৃত হবে সঞ্চয়ী গ্রাহকরা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেটটা অলরেডি আট, সাড়ে আট আছে। আমার মনে হয় এটাকে আরও পুষ করবো।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, আমরা না বাড়ালেও ডিপোজিটররা বলছেন, আমরা তো ভালো অফার পাচ্ছি। তারা বলেন, আমরা ৯ পার্সেন্ট অফার পাই। তাহলে আমরা কেন কম নিবো।

তারা বলছেন, গড় মূল্যস্ফীতি প্রায় দশ ভাগ, সে হিসাবে আমানতে সুদহার এখনও বেশ কম বলে জানান ব্যাংকাররা।

Tag :

Please Share This Post in Your Social Media

আমানতকারীদের জন্য আসছে সুখবর

Update Time : ০১:৪৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ঋণের সুদ হার বেড়ে যাওয়ায়, এবার আমানতকারীদের জন্য সুখবর আসছে। ব্যাংকগুলোতে আমানতের সুদ হার বাড়বে বলে জানিয়েছেন ব্যাংকাররা। ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন, তারল্য সঙ্কটের এই সময়ে, সুদহার বাড়িয়ে বাড়তি আমানত সংগ্রহ করতে পারবে দুর্বল ব্যাংকগুলো। সুদ হার বাড়ছে কবে, তা নিয়ে খোঁজ-খবর নেয়া শুরু করেছেন আমনতকারী গ্রাহকরা।

বেসরকারি এক স্কুলে ক্যান্টিনে কাজ করেন ইসমত আরা। তিন সন্তানের ভরণ পোষণসহ সংসারে একমাত্র উপার্জনকারী তিনিই। জানালেন, প্রতিমাসে সব খরচ মিটিয়ে সামান্য যে টাকা বাঁচে তাই তিনি সঞ্চয় করেন ভবিষ্যতের আশায়।

সোনালী ব্যাংক গ্রাহক ইসমত আরা বলেন, ‘আমার তিনটা মেয়ে, ছেলে নাই। ভবিষ্যতের জন্য আমি কিছু একটা করে রেখে যেতে চাই। আমার হাজবেন্ডও নেই।’

ইসমত আরার মতো লাখো গ্রাহক ব্যাংকগুলোতে সঞ্চয় করছেন। যার ওপর ভর করে মাসে মাসে বাড়ছে ব্যাংক খাতে আমানতের পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের ব্যাংকগুলোতে যে আমানত আছে তার ৮০ ভাগই মেয়াদি বা ব্যক্তির সঞ্চয় রাখা অর্থ।

কয়েকজন গ্রাহক জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখেই তারা অল্প অল্প করে টাকা জমান।

যদিও অসহনীয় জীবনযাত্রার খরচের এই সময়েও এই সঞ্চয়ের বিপরীতে কম-ই লভ্যাংশ দিচ্ছে দেশের ব্যাংকিং খাত। চলতি বছরের মে শেষে সার্বিক আমানতে গড় সুদহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ। সর্বোচ্চ আট শতাংশও সুদ দিচ্ছে কোন কোন ব্যাংক।

সোনালী ব্যাংক লোকাল অফিসের মহাব্যবস্থাপক (জিএম) রেজাউল করিম বলেন, পর্যাপ্ত ডিপোজিট আমাদের রয়েছে।

এদিকে চলতি মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকার যোগান কমাতে ঋণের বিপরীতে সব ধরনের সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন , ঋণের এ বাড়ন্ত সুদ, আমানতের লভ্যাংশ বৃদ্ধিতে সহায়ক হবে-উপকৃত হবে সঞ্চয়ী গ্রাহকরা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেটটা অলরেডি আট, সাড়ে আট আছে। আমার মনে হয় এটাকে আরও পুষ করবো।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, আমরা না বাড়ালেও ডিপোজিটররা বলছেন, আমরা তো ভালো অফার পাচ্ছি। তারা বলেন, আমরা ৯ পার্সেন্ট অফার পাই। তাহলে আমরা কেন কম নিবো।

তারা বলছেন, গড় মূল্যস্ফীতি প্রায় দশ ভাগ, সে হিসাবে আমানতে সুদহার এখনও বেশ কম বলে জানান ব্যাংকাররা।