আফগানিস্তানের জালালাবাদ ও মাজার-ই-শরিফ দখলে নিল তালেবান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • / ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলের মূল শহর জালালাবাদ ও উত্তরাঞ্চলের বলখ প্রদেশের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফের দখল নিয়েছে তালেবান।
.

জালালাবাদের এক আফগান কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার সকালে আফগান সেনারা আত্মসমর্পণ করায় কোন লড়াই ছাড়াই শহরটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠীটি। এ নিয়ে রাজধানীর বাইরে সবশেষ প্রধান শহরও এখন তালেবানে নিয়ন্ত্রণে গেল।

এর আগে শনিবার প্রায় বিনা বাধায় দেশটির চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরীফ দখলে নেয় তারা। একই দিনে পাকতিকা প্রদেশের রাজধানী শারান ও কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদ দখল করে তারা। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সবগুলো বড় শহর দখলে নিল তালেবান। ফলে রাজধানী কাবুল জয়ের আরও কাছাকাছি চলে এলো সশস্ত্র গোষ্ঠীটি।

মাজার-ই-শরীফ নিয়ে এখন পর্যন্ত ৩৪টি প্রাদেশিক শহরের ২০টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

এদিকে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও অন্যান্য সহযোগী কর্মীদের নিরাপদে ফিরিয়ে আনতে পাঁচ হাজার সেনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জো বাইডেন।

Please Share This Post in Your Social Media

আফগানিস্তানের জালালাবাদ ও মাজার-ই-শরিফ দখলে নিল তালেবান

Update Time : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলের মূল শহর জালালাবাদ ও উত্তরাঞ্চলের বলখ প্রদেশের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফের দখল নিয়েছে তালেবান।
.

জালালাবাদের এক আফগান কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার সকালে আফগান সেনারা আত্মসমর্পণ করায় কোন লড়াই ছাড়াই শহরটির নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠীটি। এ নিয়ে রাজধানীর বাইরে সবশেষ প্রধান শহরও এখন তালেবানে নিয়ন্ত্রণে গেল।

এর আগে শনিবার প্রায় বিনা বাধায় দেশটির চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরীফ দখলে নেয় তারা। একই দিনে পাকতিকা প্রদেশের রাজধানী শারান ও কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদ দখল করে তারা। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সবগুলো বড় শহর দখলে নিল তালেবান। ফলে রাজধানী কাবুল জয়ের আরও কাছাকাছি চলে এলো সশস্ত্র গোষ্ঠীটি।

মাজার-ই-শরীফ নিয়ে এখন পর্যন্ত ৩৪টি প্রাদেশিক শহরের ২০টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।

এদিকে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও অন্যান্য সহযোগী কর্মীদের নিরাপদে ফিরিয়ে আনতে পাঁচ হাজার সেনা পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জো বাইডেন।