আন্তঃজেলা চোর চক্রের চার চোর আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ৪৯ Time View

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি।

মটরসাইকেল চুরির অপরাধে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে নীলফামারীর ডিমলা থানা পুলিশ।

আটকরা হলেন, জেলার জলঢাকা উপজেলার মৃত আরব আলীর পুত্র মো. আনছার আলী (৩২), মৃত মতিয়ার রহমানের ছেলে আব্বাস আলী, মৃত খড়কু মামুদ এর ছেলে লাল মিয়া ও মৃত নজরুল ইসলাম এর ছেলে লিটন মিয়া।

থানা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি মো. খাদেমুল আরিফ নামক এক ব্যক্তি তার বাড়িতে চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্র ধরে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন ডিমলা থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলা থেকে মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা মোটরসাইকেল ও জেলার বিভিন্ন বাসাবাড়িতে চুরির ঘটনার সাথে জড়িত। তারা নীলফামারীসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় একাধিক মটরসাইকেল এবং বাসা বাড়িতে চুরি করত। এছাড়া আসামিদের স্থায়ী ঠিকানায় খোঁজ নিয়ে জানা গেছে তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় জানান, বুধবার অথবা শুক্রবার যেকোনো এক সময় রাতে খাদেমুল নামের একজন ভাড়াটিয়া ব্যক্তির বাসায় চুরি হয়। তিনি থানায় মামলা করলে পুলিশ গত শুক্রবার রাত থেকে বিশেষ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী জলঢাকা থানা এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটকদের আদালতে প্রেরণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

আন্তঃজেলা চোর চক্রের চার চোর আটক

Update Time : ০৮:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি।

মটরসাইকেল চুরির অপরাধে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে নীলফামারীর ডিমলা থানা পুলিশ।

আটকরা হলেন, জেলার জলঢাকা উপজেলার মৃত আরব আলীর পুত্র মো. আনছার আলী (৩২), মৃত মতিয়ার রহমানের ছেলে আব্বাস আলী, মৃত খড়কু মামুদ এর ছেলে লাল মিয়া ও মৃত নজরুল ইসলাম এর ছেলে লিটন মিয়া।

থানা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি মো. খাদেমুল আরিফ নামক এক ব্যক্তি তার বাড়িতে চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্র ধরে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন ডিমলা থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলা থেকে মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা মোটরসাইকেল ও জেলার বিভিন্ন বাসাবাড়িতে চুরির ঘটনার সাথে জড়িত। তারা নীলফামারীসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় একাধিক মটরসাইকেল এবং বাসা বাড়িতে চুরি করত। এছাড়া আসামিদের স্থায়ী ঠিকানায় খোঁজ নিয়ে জানা গেছে তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় জানান, বুধবার অথবা শুক্রবার যেকোনো এক সময় রাতে খাদেমুল নামের একজন ভাড়াটিয়া ব্যক্তির বাসায় চুরি হয়। তিনি থানায় মামলা করলে পুলিশ গত শুক্রবার রাত থেকে বিশেষ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী জলঢাকা থানা এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটকদের আদালতে প্রেরণ করা হবে।