আত্মশুদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / ১৪৭ Time View
  আত্মশুদ্ধি
আবু হাসান প্রধানীয়া
.
এই তো সেই দিন,চৈতন্য হারালাম
ভেবেছিলাম আর বাছবোনা!
দয়াময় ফেরত পাঠালেন,
কে জানে হয়তো
কোন কাজের এখনো বাকি।
.
ভেবে ভেবে সন্ধিহান
রাত দিন একাকার করে
ভাবি কি সেই কাজ ?
.
অবশেষে পাইলাম ঝিরন
শিরন ময়লা বেষ্টিত
বেশ অন্ধকার আছন্ন
একটা আত্মা !
.
প্রেম নেই, ভালোবাসা নেই,
নেই সুগন্ধ, শুধুই বঞ্চনা,
মিশে গেছে আঁধারে।
.
আমি জিজ্ঞেসিলাম ?
অঙ্গে তুমি শ্রেষ্ঠ সবার
এ কি তোমার হাল!
সে বলে, আমিতো স্বচ্ছ
আমার তো রং নেই
পাত্রের রংই যে আমি রঙ্গিন।
.
অবশেষে বুঝিলাম আমি
যে নেক শূন্য এক পাপিষ্ঠা,
গুনাহগার ওগো দয়াময়
দয়া করো মোড়ে,
পেয়েছিলাম পবিত্র আত্মা
.
তবুও স্মরণ করিনি তোমারে
করেছি জুলুম অত্যাচার
নিজেরি শনে,
এখন তোমারি কৃপার
তোড়ে ক্ষমা কর মোড়ে।

Please Share This Post in Your Social Media

আত্মশুদ্ধি

Update Time : ১২:৩১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  আত্মশুদ্ধি
আবু হাসান প্রধানীয়া
.
এই তো সেই দিন,চৈতন্য হারালাম
ভেবেছিলাম আর বাছবোনা!
দয়াময় ফেরত পাঠালেন,
কে জানে হয়তো
কোন কাজের এখনো বাকি।
.
ভেবে ভেবে সন্ধিহান
রাত দিন একাকার করে
ভাবি কি সেই কাজ ?
.
অবশেষে পাইলাম ঝিরন
শিরন ময়লা বেষ্টিত
বেশ অন্ধকার আছন্ন
একটা আত্মা !
.
প্রেম নেই, ভালোবাসা নেই,
নেই সুগন্ধ, শুধুই বঞ্চনা,
মিশে গেছে আঁধারে।
.
আমি জিজ্ঞেসিলাম ?
অঙ্গে তুমি শ্রেষ্ঠ সবার
এ কি তোমার হাল!
সে বলে, আমিতো স্বচ্ছ
আমার তো রং নেই
পাত্রের রংই যে আমি রঙ্গিন।
.
অবশেষে বুঝিলাম আমি
যে নেক শূন্য এক পাপিষ্ঠা,
গুনাহগার ওগো দয়াময়
দয়া করো মোড়ে,
পেয়েছিলাম পবিত্র আত্মা
.
তবুও স্মরণ করিনি তোমারে
করেছি জুলুম অত্যাচার
নিজেরি শনে,
এখন তোমারি কৃপার
তোড়ে ক্ষমা কর মোড়ে।