আত্মবোধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১৮৭ Time View
আত্মবোধ
সনজিত চন্দ্র দাস
সত্যের রাস্তা যেদিন দিবে ছাড়ি
মানবতা তুমি যাবা সেদিন হারি
অনেক পাবা টাকা কাড়ি কাড়ি
পাবা অট্টালিকা বড় বড় বাড়ি
শুধু বিবেকবোধ যাবে হারি!
.
যতই তুমি আপোষ করো আদর্শ ছাড়ি
মোদের জীবনজুড়েই রবে, মুজিব চেতনা জারি !
.
যত কামাও টাকা পয়সা, যতই গয়নাগাটি
পরপারে পার পাবে না শত কি.মি হাঁটি
যতই চেতনা ব্যবসায়ী হও, আমরা রবোই খাঁটি!
.
বুলেট আসলে বুকে নিবো, ফুল আসলে হাতে
রোদ আসলে মাথায় নিবো, জুলুম আসলে সাথে
বিপদবেলায় সজাগ রবো, সুদিনে নীরব
নিষ্কাম ভাবে কাজ করো, বাকিটা দেখবে রব
অতীতকে ভুলো না, দম্ভ করো না তাহলেই পাবে সব!
.
নীতির সাথে চলতে হবে বলতে হবে সত্য
অন্যায়ের প্রতিবাদ করে এগিয়ে যাবে মত্ত
শুরুতেই না মিললেও পাবে ভালোবাসা কত্ত
যতই করো ফিটিংফাটিং, যদি না থাকে অন্তরে
তাহলে কিছুই কাজ হবেনা, হবেনা কোন ছুমন্তরে!

Please Share This Post in Your Social Media

আত্মবোধ

Update Time : ০২:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
আত্মবোধ
সনজিত চন্দ্র দাস
সত্যের রাস্তা যেদিন দিবে ছাড়ি
মানবতা তুমি যাবা সেদিন হারি
অনেক পাবা টাকা কাড়ি কাড়ি
পাবা অট্টালিকা বড় বড় বাড়ি
শুধু বিবেকবোধ যাবে হারি!
.
যতই তুমি আপোষ করো আদর্শ ছাড়ি
মোদের জীবনজুড়েই রবে, মুজিব চেতনা জারি !
.
যত কামাও টাকা পয়সা, যতই গয়নাগাটি
পরপারে পার পাবে না শত কি.মি হাঁটি
যতই চেতনা ব্যবসায়ী হও, আমরা রবোই খাঁটি!
.
বুলেট আসলে বুকে নিবো, ফুল আসলে হাতে
রোদ আসলে মাথায় নিবো, জুলুম আসলে সাথে
বিপদবেলায় সজাগ রবো, সুদিনে নীরব
নিষ্কাম ভাবে কাজ করো, বাকিটা দেখবে রব
অতীতকে ভুলো না, দম্ভ করো না তাহলেই পাবে সব!
.
নীতির সাথে চলতে হবে বলতে হবে সত্য
অন্যায়ের প্রতিবাদ করে এগিয়ে যাবে মত্ত
শুরুতেই না মিললেও পাবে ভালোবাসা কত্ত
যতই করো ফিটিংফাটিং, যদি না থাকে অন্তরে
তাহলে কিছুই কাজ হবেনা, হবেনা কোন ছুমন্তরে!