আজ ৪৩তম বিসিএসের ফল প্রকাশ হবে কি না, জানাল পিএসসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১৪৫ Time View

চাকরি ডেস্ক

গত সপ্তাহে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করার কথা থাকলেও কিছু জটিলতার কারণে সেটি প্রকাশ করেনি পিএসসি। আজ রোববার (২০ আগস্ট) এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরই দ্রুত ভাইভার তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিএসসির এক সদস্য।

পিএসসির ওই সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত সপ্তাহের শেষ সময়ে ফল প্রকাশ করার ইচ্ছা ছিল আমাদের। কিন্তু তৃতীয় পরীক্ষকের দেখা কিছু খাতায় সামান্য জটিলতা হয়। সব সমাধান করা হয়েছে গত সপ্তাহে। এখন সব ঠিক আছে। আজ যে কোনো সময় ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।’

পিএসসির ওই সদস্য আরও বলেন, ‘৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরই দ্রুততম সময়ে ভাইভার জন্য তারিখ প্রকাশ করা হবে।’

গত বছরের জুলাইয়ে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

আজ ৪৩তম বিসিএসের ফল প্রকাশ হবে কি না, জানাল পিএসসি

Update Time : ১২:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

চাকরি ডেস্ক

গত সপ্তাহে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করার কথা থাকলেও কিছু জটিলতার কারণে সেটি প্রকাশ করেনি পিএসসি। আজ রোববার (২০ আগস্ট) এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরই দ্রুত ভাইভার তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিএসসির এক সদস্য।

পিএসসির ওই সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত সপ্তাহের শেষ সময়ে ফল প্রকাশ করার ইচ্ছা ছিল আমাদের। কিন্তু তৃতীয় পরীক্ষকের দেখা কিছু খাতায় সামান্য জটিলতা হয়। সব সমাধান করা হয়েছে গত সপ্তাহে। এখন সব ঠিক আছে। আজ যে কোনো সময় ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।’

পিএসসির ওই সদস্য আরও বলেন, ‘৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরই দ্রুততম সময়ে ভাইভার জন্য তারিখ প্রকাশ করা হবে।’

গত বছরের জুলাইয়ে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।