আজ থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক চরমোনাই অগ্রহায়ণের মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • / ১৫৭ Time View

বরিশাল প্রতিনিধি:

আজ থেকে শুরু হচ্ছে বরিশালের ঐতিহাসিক চরমোনাই বাৎসরিক অগ্রহায়ণ মাহফিলের কার্যক্রম। মাহফিলকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি।

আজ (২৭ নভেম্বর) শুক্রবার বাদ জুমা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্বাবধানে পরিচালিত বৃহৎ এই মাহফিলের কার্যক্রম। তিনদিনব্যাপী এই মাহফিল ২৭ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শনিবার আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে। মাহফিলে অংশ নিতে ইতিমধ্যে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার মাঠসহ আশপাশের বিরাট এলাকাজুড়ে মুসল্লিরা সমবেত হয়েছেন।

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মাওলা বলেন,“মাহফিলের প্রস্ততি অনেকাংশেই সম্পন্ন হয়েছে।  আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে”। বাদ জুমা (আমিরুল মুজাহিদীন) মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই”এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভবে মাহফিলের কার্যক্রম শুরু হবে এবং ধারাবাহিকভাবে তিনদিন ব্যাপি মাহফিলের কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরো বলেন, দেশের বিভিন্নপ্রান্ত থেকে মাহফিলে আগত মুসল্লিদের জন্য ‍এ মাহফিলে প্রতিবারের মত দুইটি মাঠ প্রস্তুত করা হয়েছে। এবং একদিন পূর্বই দুইটি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। এবং চিকিৎসা টিম প্রস্তুত করা হয়েছে।

মাহফিলের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলাপ করলে বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মাওলা বলেন, নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ মুজাহিদ কমিটির স্বেচ্ছাসেবক বাহিনী বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে সাথে সাথে প্রশাসনিক নিরাপত্তার জন্য বরিশাল মহানগর পুলিশ এবং বরিশালের র‍্যাবের দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করা হয়েছে এবং তারা “চরমোনাই মাহফিলে সার্বিক নিরাপত্তা বিষয়ক কার্যক্রম নিয়ে একটি বৈঠক করছেন”। প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

এছাড়াও তিনি নিরাপত্তা ও সমস্যার বিষয়ে বাংলাদেশ মুজাহিদ কমিটি ঘোষিত মাহফিলের সার্বিক নির্দেশনাটি অনুসরণ করতে বলেছেন।

আজ ঐতিহাসিক চরমোনাই ময়দানে মুসল্লিদের নিয়ে বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে। এবং জুমার আলোচনা রাখবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

Tag :

Please Share This Post in Your Social Media

আজ থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক চরমোনাই অগ্রহায়ণের মাহফিল

Update Time : ০৬:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

বরিশাল প্রতিনিধি:

আজ থেকে শুরু হচ্ছে বরিশালের ঐতিহাসিক চরমোনাই বাৎসরিক অগ্রহায়ণ মাহফিলের কার্যক্রম। মাহফিলকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি।

আজ (২৭ নভেম্বর) শুক্রবার বাদ জুমা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্বাবধানে পরিচালিত বৃহৎ এই মাহফিলের কার্যক্রম। তিনদিনব্যাপী এই মাহফিল ২৭ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শনিবার আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে। মাহফিলে অংশ নিতে ইতিমধ্যে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার মাঠসহ আশপাশের বিরাট এলাকাজুড়ে মুসল্লিরা সমবেত হয়েছেন।

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মাওলা বলেন,“মাহফিলের প্রস্ততি অনেকাংশেই সম্পন্ন হয়েছে।  আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে”। বাদ জুমা (আমিরুল মুজাহিদীন) মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই”এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভবে মাহফিলের কার্যক্রম শুরু হবে এবং ধারাবাহিকভাবে তিনদিন ব্যাপি মাহফিলের কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরো বলেন, দেশের বিভিন্নপ্রান্ত থেকে মাহফিলে আগত মুসল্লিদের জন্য ‍এ মাহফিলে প্রতিবারের মত দুইটি মাঠ প্রস্তুত করা হয়েছে। এবং একদিন পূর্বই দুইটি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। এবং চিকিৎসা টিম প্রস্তুত করা হয়েছে।

মাহফিলের সার্বিক নিরাপত্তার বিষয়ে আলাপ করলে বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মাওলা বলেন, নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ মুজাহিদ কমিটির স্বেচ্ছাসেবক বাহিনী বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে সাথে সাথে প্রশাসনিক নিরাপত্তার জন্য বরিশাল মহানগর পুলিশ এবং বরিশালের র‍্যাবের দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করা হয়েছে এবং তারা “চরমোনাই মাহফিলে সার্বিক নিরাপত্তা বিষয়ক কার্যক্রম নিয়ে একটি বৈঠক করছেন”। প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

এছাড়াও তিনি নিরাপত্তা ও সমস্যার বিষয়ে বাংলাদেশ মুজাহিদ কমিটি ঘোষিত মাহফিলের সার্বিক নির্দেশনাটি অনুসরণ করতে বলেছেন।

আজ ঐতিহাসিক চরমোনাই ময়দানে মুসল্লিদের নিয়ে বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে। এবং জুমার আলোচনা রাখবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।