আঙ্কারায় হামলার জবাবে পিকেকের স্থাপনা গুঁড়িয়ে দিলো তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে চালানো আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। জবাবে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর দফায় দফায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক।

এরদোয়ান সরকার জানিয়েছে, পিকেকে-এর ব্যবহৃত গুহা, ডিপো এবং বাঙ্কার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামলায় কুর্দি বিদ্রোহীদের কমপক্ষে ২০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় পিকেকে।

হামলার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সন্ত্রাসীরা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।

এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে এক্সে (টুইটার) এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, দুই সন্ত্রাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বোমা হামলা চালান। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন। অন্যজনকে প্রতিহত করা হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

হামলার পরপরই আঙ্কারার গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী জুড়ে চলছে অভিযান।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) বৃহত্তর কুর্দি এলাকার আলাদা শাসন চায়। গোষ্ঠীটিকে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করে।

Tag :

Please Share This Post in Your Social Media

আঙ্কারায় হামলার জবাবে পিকেকের স্থাপনা গুঁড়িয়ে দিলো তুরস্ক

Update Time : ১০:৪২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে চালানো আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। জবাবে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর দফায় দফায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক।

এরদোয়ান সরকার জানিয়েছে, পিকেকে-এর ব্যবহৃত গুহা, ডিপো এবং বাঙ্কার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামলায় কুর্দি বিদ্রোহীদের কমপক্ষে ২০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় পিকেকে।

হামলার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সন্ত্রাসীরা কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।

এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে এক্সে (টুইটার) এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, দুই সন্ত্রাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বোমা হামলা চালান। এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন। অন্যজনকে প্রতিহত করা হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

হামলার পরপরই আঙ্কারার গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী জুড়ে চলছে অভিযান।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) বৃহত্তর কুর্দি এলাকার আলাদা শাসন চায়। গোষ্ঠীটিকে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করে।