আখাউড়া ইমিগ্রেশনে যাত্রীদের সীমাহীন ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / ১৮৩ Time View

আরাফাত হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ভ্রমণ পিপাসু ও চিকিৎসা সেবা গ্রহীতা ভারতগামী পাসপোর্টধারী যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। এ ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

শনিবার দুপুরে আখাউড়া ইমিগ্রেশনে সরেজমিনে ঘুরে দেখাগেছে, ইমিগ্রেশনের সামনে জলাবদ্ধতা। জরাজীর্ণ ইমিগ্রেশনের সরু বারান্দায় নারী ও শিশুসহ যাত্রীদের ভিড়। ভারত থেকে বাংলাদেশে আাসা যাত্রী ছাড়াও ভারতগামী বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলা থেকে আখাউড়া ইমিগ্রেশনে এসেছেন পাসপোর্টধারী যাত্রীরা। ইমিগ্রেশনে সার্ভার কাজ না করায় যাত্রীদের পাসপোর্ট কাগজে কলমে এন্টি করতে দীর্ঘ সময় লাগছে। এ সময়ক্ষেপণে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সমালোচনা করছেন।

দু’বছর পর ভ্রমণ ভিসা চালু হওয়ায় স্থলবন্দর দিয়ে পারাপার হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা রোদ ও বৃষ্টিতে দুর্ভোগে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

এদিকে আখাউড়া ইমিগ্রেশনে গত তিনদিন যাবৎ সার্ভার সমস্যা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অফিসিয়াল সব কার্যক্রম কাগজে কলমে নোট করতে হচ্ছে। এতে বাড়তি সময়ক্ষেপণ হচ্ছে।

তাছাড়াও টানা বৃষ্টিতে ইমিগ্রেশনের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে যাত্রী পারাপারে ভোগান্তি বেড়ে যাওয়ায় আগত পাসপোর্টধারী যাত্রীরা এ দুর্ভোগ কে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত তিনদিন যাবৎ আখাউড়া ইমিগ্রেশনে সার্ভার জটিলতার কারণে অনলাইনে কোন ধরনের তথ্য আপডেট বা প্রবেশ করা যাচ্ছে না।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ এপথে যাতায়াতকারী পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের সব তথ্য কাগজে কলমে নোট করতে হচ্ছে। এতে সময়ক্ষেপণে ভোগান্তিতে পড়ে এপথে যাতায়াতকারী যাত্রীরা। তবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ বলছে, আগামী দুয়েক দিনে মধ্যে সার্ভার সমস্যা দূর হয়ে যাবে। অবশ্য কোন দাগী অপরাধী এরই মধ্যে এ পথে দেশ ত্যাগ করে ফেলেন কীনা; এ বিষয়টি নিয়ে চিন্তিত ইমিগ্রেশন ইনচার্জ আবু বক্কর সিদ্দিক সহ ডেস্ক কর্মকর্তারা।তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্কাবস্থায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

অপরদিকে জরাজীর্ণ ইমিগ্রেশন ভবনের সামনে বৃষ্টির সরতে না পারায় জলাবদ্ধতায় ইমিগ্রেশন এলাকায় সেতসেতে পরিবেশের সৃষ্টি হয়েছে। যাত্রীরা নাক কুঁচকে বলেন, এই না হলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন!

জানাগেছে, আখাউড়া ইমিগ্রেশনে নির্মাণাধীন ভবনের কাজ ভারতীয় বিএসএফের বাঁধার মুখে বন্ধ রয়েছে। ফলে জনাকীর্ণ পুরাতন ভবনে এবং খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদ কিংবা বৃষ্টির মধ্যেও যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, আগরতলা ইমিগ্রেশনে বিএসএফ ও কাস্টমস কর্তৃপক্ষের ব্যাগেজ তল্লাশি, সার্ভার জটিলতা, বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট এবং ইন্টারনেটে ধীরগতিসহ পুলিশের কড়া নজরদারির ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। এরই মধ্যে আবার বাংলাদেশের আখাউড়া ইমিগ্রেশনে সার্ভার সমস্যা ও জরাজীর্ণ ইমিগ্রেশন ভবনের সামনে জলাবদ্ধতা এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

তবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা আখাউড়া-আগরতলা চেকপোস্টে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান ও যাত্রী পরিষেবা বাড়ানোর দাবি জানিয়েছেন এ পথে চলাচলকারী পাসপোর্টধারী যাত্রীরা।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, শনিবার দুপুর পর্যন্ত গত তিনদিনে দুই হাজারের অধিক পাসপোর্টধারী যাত্রী এপথে পারাপার হয়েছে। তাদের প্রত্যের তথ্য কলমে কাগজে লিখিতভাবে এন্ট্রি করা হয়েছে। সার্ভার সমস্যা সমাধান হলে ওইসব তথ্য ফের অনলাইনে আপডেট করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

আখাউড়া ইমিগ্রেশনে যাত্রীদের সীমাহীন ভোগান্তি

Update Time : ১০:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

আরাফাত হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ভ্রমণ পিপাসু ও চিকিৎসা সেবা গ্রহীতা ভারতগামী পাসপোর্টধারী যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। এ ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

শনিবার দুপুরে আখাউড়া ইমিগ্রেশনে সরেজমিনে ঘুরে দেখাগেছে, ইমিগ্রেশনের সামনে জলাবদ্ধতা। জরাজীর্ণ ইমিগ্রেশনের সরু বারান্দায় নারী ও শিশুসহ যাত্রীদের ভিড়। ভারত থেকে বাংলাদেশে আাসা যাত্রী ছাড়াও ভারতগামী বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলা থেকে আখাউড়া ইমিগ্রেশনে এসেছেন পাসপোর্টধারী যাত্রীরা। ইমিগ্রেশনে সার্ভার কাজ না করায় যাত্রীদের পাসপোর্ট কাগজে কলমে এন্টি করতে দীর্ঘ সময় লাগছে। এ সময়ক্ষেপণে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সমালোচনা করছেন।

দু’বছর পর ভ্রমণ ভিসা চালু হওয়ায় স্থলবন্দর দিয়ে পারাপার হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। তবে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা রোদ ও বৃষ্টিতে দুর্ভোগে পড়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

এদিকে আখাউড়া ইমিগ্রেশনে গত তিনদিন যাবৎ সার্ভার সমস্যা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অফিসিয়াল সব কার্যক্রম কাগজে কলমে নোট করতে হচ্ছে। এতে বাড়তি সময়ক্ষেপণ হচ্ছে।

তাছাড়াও টানা বৃষ্টিতে ইমিগ্রেশনের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে যাত্রী পারাপারে ভোগান্তি বেড়ে যাওয়ায় আগত পাসপোর্টধারী যাত্রীরা এ দুর্ভোগ কে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত তিনদিন যাবৎ আখাউড়া ইমিগ্রেশনে সার্ভার জটিলতার কারণে অনলাইনে কোন ধরনের তথ্য আপডেট বা প্রবেশ করা যাচ্ছে না।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ এপথে যাতায়াতকারী পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের সব তথ্য কাগজে কলমে নোট করতে হচ্ছে। এতে সময়ক্ষেপণে ভোগান্তিতে পড়ে এপথে যাতায়াতকারী যাত্রীরা। তবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ বলছে, আগামী দুয়েক দিনে মধ্যে সার্ভার সমস্যা দূর হয়ে যাবে। অবশ্য কোন দাগী অপরাধী এরই মধ্যে এ পথে দেশ ত্যাগ করে ফেলেন কীনা; এ বিষয়টি নিয়ে চিন্তিত ইমিগ্রেশন ইনচার্জ আবু বক্কর সিদ্দিক সহ ডেস্ক কর্মকর্তারা।তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্কাবস্থায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

অপরদিকে জরাজীর্ণ ইমিগ্রেশন ভবনের সামনে বৃষ্টির সরতে না পারায় জলাবদ্ধতায় ইমিগ্রেশন এলাকায় সেতসেতে পরিবেশের সৃষ্টি হয়েছে। যাত্রীরা নাক কুঁচকে বলেন, এই না হলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন!

জানাগেছে, আখাউড়া ইমিগ্রেশনে নির্মাণাধীন ভবনের কাজ ভারতীয় বিএসএফের বাঁধার মুখে বন্ধ রয়েছে। ফলে জনাকীর্ণ পুরাতন ভবনে এবং খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদ কিংবা বৃষ্টির মধ্যেও যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, আগরতলা ইমিগ্রেশনে বিএসএফ ও কাস্টমস কর্তৃপক্ষের ব্যাগেজ তল্লাশি, সার্ভার জটিলতা, বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট এবং ইন্টারনেটে ধীরগতিসহ পুলিশের কড়া নজরদারির ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। এরই মধ্যে আবার বাংলাদেশের আখাউড়া ইমিগ্রেশনে সার্ভার সমস্যা ও জরাজীর্ণ ইমিগ্রেশন ভবনের সামনে জলাবদ্ধতা এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

তবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা আখাউড়া-আগরতলা চেকপোস্টে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান ও যাত্রী পরিষেবা বাড়ানোর দাবি জানিয়েছেন এ পথে চলাচলকারী পাসপোর্টধারী যাত্রীরা।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, শনিবার দুপুর পর্যন্ত গত তিনদিনে দুই হাজারের অধিক পাসপোর্টধারী যাত্রী এপথে পারাপার হয়েছে। তাদের প্রত্যের তথ্য কলমে কাগজে লিখিতভাবে এন্ট্রি করা হয়েছে। সার্ভার সমস্যা সমাধান হলে ওইসব তথ্য ফের অনলাইনে আপডেট করা হবে।