অবরোধে সারা দেশে বাস-লঞ্চ ও ট্রেন চলার ব্যাপারে যা জানাল মালিকরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • / ১০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিএনপির-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পরিবহন মালিক সমিতি।

শনিবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধে আগের মতোই গাড়ি চলাচল করবে। অবরোধে কোনো গাড়ি বন্ধ থাকবে না।
তবে এর আগে তিন দিনের অবরোধের ঘোষণা দিয়ে গাড়ি চলাচলের কথা বললেও ঢাকায় গণপরিবহন ছিল সীমিত। ঢাকার বাইরে দূরপাল্লার অনেক কাউন্টার ছিল বন্ধ। মালিক সমিতি জানিয়েছিল যাত্রী সংকটে গাড়ি বন্ধ রয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে নিরাপদে যানবাহন চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা হিটলার বল বলেন, বিআরটিসির বাস চলাচল করবে। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, অবরোধে ট্রেনের কোনো সময়সূচির পরিবর্তন হবে না। ট্রেন সময়মতো চলবে।
লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, লঞ্চ চলাচল যাত্রীর ওপর নির্ভর করবে। তবে বন্ধ থাকবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

অবরোধে সারা দেশে বাস-লঞ্চ ও ট্রেন চলার ব্যাপারে যা জানাল মালিকরা

Update Time : ০৯:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিএনপির-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পরিবহন মালিক সমিতি।

শনিবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধে আগের মতোই গাড়ি চলাচল করবে। অবরোধে কোনো গাড়ি বন্ধ থাকবে না।
তবে এর আগে তিন দিনের অবরোধের ঘোষণা দিয়ে গাড়ি চলাচলের কথা বললেও ঢাকায় গণপরিবহন ছিল সীমিত। ঢাকার বাইরে দূরপাল্লার অনেক কাউন্টার ছিল বন্ধ। মালিক সমিতি জানিয়েছিল যাত্রী সংকটে গাড়ি বন্ধ রয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে নিরাপদে যানবাহন চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা হিটলার বল বলেন, বিআরটিসির বাস চলাচল করবে। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, অবরোধে ট্রেনের কোনো সময়সূচির পরিবর্তন হবে না। ট্রেন সময়মতো চলবে।
লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, লঞ্চ চলাচল যাত্রীর ওপর নির্ভর করবে। তবে বন্ধ থাকবে না।