অফেরতযোগ্য ভালোবাসা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • / ১৬৭ Time View

অফেরতযোগ্য ভালোবাসা
    মিজান মালিক

ভালোবাসা কখনো ফেরত নেয়া যায় না
একবার বেসে ফেললে মনের ভাঁজে আটকে যায়
কষ্ট পেলেও ভালোবাসা ঝুলে থাকে দুটি প্রাণের মাঝে।

বিষয়টি নিয়ে রসায়ন শাস্ত্রে কী আছে জানতে চাইলে
একজন চিকিৎসক জানান,ভালোবাসা শাস্ত্র মানে না।
পরিবেশ পরিস্থিতি স্থান কাল পাত্র এসব বিবেচনায় নেয়ার সময় থাকে না।

ভালোবাসা অনন্ত। কখনো অন্ধ। চোখ খোলার পর কখনো অভিমান,
কখনোকষ্ট কখনো হারানোর যন্ত্রণা ঘিরে ধরে। বাস্তবতা হলো‌ ভালোবাসা সব কিছুর উর্ধ্বে।
.
প্রশ্ন হলো- ভালোবাসার মানুষটির সাথে দূরত্ব হলে কী বৈরিতা হয়?

মনস্তাত্ত্বিকরা বলছেন,ভালোবাসার স্বভাবটা এমন‌ই এখানে বৈরিতার চাষাবাদ হয় না।
এইটুকু বলে কেউ হয়তো কষ্ট লাঘব করেন,’আমি অভিশাপ দিলাম তুমি সুখী হ‌ও।’

দু’জনের মাঝে ভালোবাসা জিইয়ে থাকে বলে বৈরিতার মাঝেও একজনের কষ্টে
এখনো অন্য প্রান্তের মানুষটি ব্যথাতুর হয়ে ওঠে।
এমনকি একজনের অনাহারে অন্যজন অন্যজন‌ও‌ অনশন করে।
.

এমন নজির এখনো আছে বলেই আকাশ জুড়ে জমে থাকা মেঘবৃষ্টি হয়ে সব অনুযোগ ধূয়েমুছে দেয়।
ভালোবাসার সাথে প্রেমের সম্পর্ক নিয়ে গবেষণা কী বলে!দুটি পাখির ঠোঁট যেমন এক জায়গায় এসে নিঃশ্বাস নেয় যৌথ বিনিময়ে; তার চেয়েও নিকটবর্তী সুতোয় বাঁধা।

লেখক: কবি, গীতিকার ও অনুসন্ধানী সাংবাদিক।

Please Share This Post in Your Social Media

অফেরতযোগ্য ভালোবাসা

Update Time : ০৪:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১

অফেরতযোগ্য ভালোবাসা
    মিজান মালিক

ভালোবাসা কখনো ফেরত নেয়া যায় না
একবার বেসে ফেললে মনের ভাঁজে আটকে যায়
কষ্ট পেলেও ভালোবাসা ঝুলে থাকে দুটি প্রাণের মাঝে।

বিষয়টি নিয়ে রসায়ন শাস্ত্রে কী আছে জানতে চাইলে
একজন চিকিৎসক জানান,ভালোবাসা শাস্ত্র মানে না।
পরিবেশ পরিস্থিতি স্থান কাল পাত্র এসব বিবেচনায় নেয়ার সময় থাকে না।

ভালোবাসা অনন্ত। কখনো অন্ধ। চোখ খোলার পর কখনো অভিমান,
কখনোকষ্ট কখনো হারানোর যন্ত্রণা ঘিরে ধরে। বাস্তবতা হলো‌ ভালোবাসা সব কিছুর উর্ধ্বে।
.
প্রশ্ন হলো- ভালোবাসার মানুষটির সাথে দূরত্ব হলে কী বৈরিতা হয়?

মনস্তাত্ত্বিকরা বলছেন,ভালোবাসার স্বভাবটা এমন‌ই এখানে বৈরিতার চাষাবাদ হয় না।
এইটুকু বলে কেউ হয়তো কষ্ট লাঘব করেন,’আমি অভিশাপ দিলাম তুমি সুখী হ‌ও।’

দু’জনের মাঝে ভালোবাসা জিইয়ে থাকে বলে বৈরিতার মাঝেও একজনের কষ্টে
এখনো অন্য প্রান্তের মানুষটি ব্যথাতুর হয়ে ওঠে।
এমনকি একজনের অনাহারে অন্যজন অন্যজন‌ও‌ অনশন করে।
.

এমন নজির এখনো আছে বলেই আকাশ জুড়ে জমে থাকা মেঘবৃষ্টি হয়ে সব অনুযোগ ধূয়েমুছে দেয়।
ভালোবাসার সাথে প্রেমের সম্পর্ক নিয়ে গবেষণা কী বলে!দুটি পাখির ঠোঁট যেমন এক জায়গায় এসে নিঃশ্বাস নেয় যৌথ বিনিময়ে; তার চেয়েও নিকটবর্তী সুতোয় বাঁধা।

লেখক: কবি, গীতিকার ও অনুসন্ধানী সাংবাদিক।