অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ সেরা সফিক শাহীন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • / ১৫৪ Time View

বাংলাদেশে অপরাধ-দুর্নীতি অনুসন্ধানে সাংবাদিকতার আরেক নাম ‘সফিক শাহীন’ যার সাহসী অনুসন্ধানে বেরিয়ে আসে অন্ধ্যকারে লুকিয়ে থাকা কালোবাজারি, দুর্নীতিবাজসহ মুখোশধারি অপরাধিদের আসল রুপ।(বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি সফিক শাহীন) তার এই সাহসী সংবাদ পরিবেশনের ফলশ্রুতিতে ভূয়সী প্রসংশা সাথে দেশসেরা অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিবছর অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়।এর আগে এ বছরেই গত সেপ্টেম্বরে সাংবাদিক সফিক শাহীন দুর্নীতিবিষয়ক প্রতিবেদন করে জিতেছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পুরস্কার। এক বছরের মধ্যে তাঁর দুটি অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কার জিতে নিয়েছে।

২৬ ডিসেম্বর শনিবার দুপুরে সংগঠনটির কার্যালয়ে আনুষ্ঠানিক ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি নুরে আলম মীনা, ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।মামলাবাজ সিন্ডিকেট, সমতল থেকে পাহাড়ে’- শিরোনামে আলোচিত ছয় পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন করেন সফিক শাহীন।

এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত হয় গত ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর। প্রতিবেদনে মামলাবাজ সিন্ডিকেটের ভয়াবহতা, তাদের মুখোশ উন্মোচন, সিন্ডিকেটের চক্করে পড়ে নিঃস্ব হয়ে যাওয়া সাধারণ মানুষের দুর্ভোগ ও আহাজারির পাশাপাশি এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও আইনি প্রতিকারের বিষয়ও তুলে ধরা হয়। জনগুরুত্বপূর্ণ এই ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনকেই এবার বর্ষসেরা পুরস্কারের জন্য বেছে নিয়েছে অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব।টেলিভিশন ক্যাটাগরিতে এবারে অনুসন্ধানী পুরস্কার যৌথভাবে দেওয়া হয় এনটিভির বিশেষ প্রতিনিধি সফিক শাহীন ও সময় টিভির সিনিয়র রিপোর্টার খান মোহাম্মদ রুমেলকে।

Tag :

Please Share This Post in Your Social Media

অনুসন্ধানী সাংবাদিকতায় দেশ সেরা সফিক শাহীন

Update Time : ০৮:৪৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

বাংলাদেশে অপরাধ-দুর্নীতি অনুসন্ধানে সাংবাদিকতার আরেক নাম ‘সফিক শাহীন’ যার সাহসী অনুসন্ধানে বেরিয়ে আসে অন্ধ্যকারে লুকিয়ে থাকা কালোবাজারি, দুর্নীতিবাজসহ মুখোশধারি অপরাধিদের আসল রুপ।(বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি সফিক শাহীন) তার এই সাহসী সংবাদ পরিবেশনের ফলশ্রুতিতে ভূয়সী প্রসংশা সাথে দেশসেরা অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিবছর অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়।এর আগে এ বছরেই গত সেপ্টেম্বরে সাংবাদিক সফিক শাহীন দুর্নীতিবিষয়ক প্রতিবেদন করে জিতেছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পুরস্কার। এক বছরের মধ্যে তাঁর দুটি অনুসন্ধানী প্রতিবেদন পুরস্কার জিতে নিয়েছে।

২৬ ডিসেম্বর শনিবার দুপুরে সংগঠনটির কার্যালয়ে আনুষ্ঠানিক ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি নুরে আলম মীনা, ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।মামলাবাজ সিন্ডিকেট, সমতল থেকে পাহাড়ে’- শিরোনামে আলোচিত ছয় পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন করেন সফিক শাহীন।

এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সম্প্রচারিত হয় গত ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর। প্রতিবেদনে মামলাবাজ সিন্ডিকেটের ভয়াবহতা, তাদের মুখোশ উন্মোচন, সিন্ডিকেটের চক্করে পড়ে নিঃস্ব হয়ে যাওয়া সাধারণ মানুষের দুর্ভোগ ও আহাজারির পাশাপাশি এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও আইনি প্রতিকারের বিষয়ও তুলে ধরা হয়। জনগুরুত্বপূর্ণ এই ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনকেই এবার বর্ষসেরা পুরস্কারের জন্য বেছে নিয়েছে অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব।টেলিভিশন ক্যাটাগরিতে এবারে অনুসন্ধানী পুরস্কার যৌথভাবে দেওয়া হয় এনটিভির বিশেষ প্রতিনিধি সফিক শাহীন ও সময় টিভির সিনিয়র রিপোর্টার খান মোহাম্মদ রুমেলকে।