সুস্থ হয়ে বাসায় ফিরলেন সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • / ১৬২ Time View

বিনোদন ডেস্কঃ

বরেণ্য অভিনেতা ও প্রযোজক সোহেল রানা অসুস্থ হয়ে এতোদিন হাসপাতালে ছিলেন। এখন শারীরিক অবস্থা উন্নতি হাওয়ায় তাকে বাসায় নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে তাকে বাসায় নেওয়া হয় বলে জানিয়েছেন তার ছেলে মাশরুর পারভেজ।

তিনি বলেন, আব্বুর অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে এসেছি। তিনি এখন করোনা থেকেও মুক্ত হয়েছেন। চিকিৎসকরা বলেছেন আব্বু নিউরো কম্প্রোমাইজড জটিলতায় ভুগছেন। তাকে হাসপাতালে না রেখে বাসায় নিয়ে চিকিৎসা দিলে ভালো হবে।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর রাতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন সোহেল রানা। তখন করোনা ও বার্ধক্যজনিত কারণে তার অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। গত ৬ জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় কেবিনে।

দীর্ঘ ক্যারিয়ারে সোহেল রানা বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সোহেল রানা

Update Time : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২

বিনোদন ডেস্কঃ

বরেণ্য অভিনেতা ও প্রযোজক সোহেল রানা অসুস্থ হয়ে এতোদিন হাসপাতালে ছিলেন। এখন শারীরিক অবস্থা উন্নতি হাওয়ায় তাকে বাসায় নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে তাকে বাসায় নেওয়া হয় বলে জানিয়েছেন তার ছেলে মাশরুর পারভেজ।

তিনি বলেন, আব্বুর অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে এসেছি। তিনি এখন করোনা থেকেও মুক্ত হয়েছেন। চিকিৎসকরা বলেছেন আব্বু নিউরো কম্প্রোমাইজড জটিলতায় ভুগছেন। তাকে হাসপাতালে না রেখে বাসায় নিয়ে চিকিৎসা দিলে ভালো হবে।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর রাতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন সোহেল রানা। তখন করোনা ও বার্ধক্যজনিত কারণে তার অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। গত ৬ জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় কেবিনে।

দীর্ঘ ক্যারিয়ারে সোহেল রানা বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি।