ইপিএল: রাতে আর্সেনালের মাঠে প্রতিপক্ষ ম্যানসিটি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / ২১৬ Time View
ইপিএলে রাত সাড়ে দশটায় পয়েন্ট তালিকার এক নম্বরে থাকা ম্যানসিটি খেলবে আর্সেনালের মাঠে। লা লিগায় বার্সেলোনার মাঠে প্রতিপক্ষ কাদিজ।
.

এছাড়াও সিরিআতে আছে মিলান ডার্বি। রাত ৮টায় এসি মিলানের মাঠে খেলবে ইন্টার মিলান।

ইপিএলে রেকর্ড উইনিং স্ট্রিকে এবার ম্যানসিটির প্রতিপক্ষ ২৪ ম্যাচে ১০ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশে থাকা আর্সেনাল। লিগেটানা ১২ ম্যাচ জিতে শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে পেপ গার্দিওলার দল।

দলে নেই নতুন করে কোনো ইনজুরি সমস্যাও। বরং ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন এ মৌসুমে দারুণ ফর্মে থাকা জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোয়ান। ২৪ ম্যাচে ১৭ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে ধরাছোয়ার বাইরে সিটিজেনরা।

অন্যদিকে সিরিআতে মিলান ডার্বিতে রাত ৮ টায় মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ইন্টার মিলান ও এসি মিলান। নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে দলে ফিরবেন এসি মিলান ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।

তবে গেল ম্যাচে চোট পেয়ে মিলান ডার্বি অনিশ্চিত ব্রাহিম দিয়াজ ও ইসমাইল বেনেসেরের। অন্যদিকে ইনজুরি নেই আন্তোনিও কন্তের ইন্টার মিলানে। লিগে এখন অবধি ২২ ম্যাচে ১৫ টি করে জয় দু’দলেরই। তবে গোল ব্যবধানে এগিয়ে ৫০ পয়েন্ট নিয়ে এক নম্বরে ইন্টার মিলান। তবে ৪৯ পয়েন্টে দু’নম্বরে থাকা এসি মিলান এ ম্যাচ জিতলেই ইন্টারকে টপকে উঠে যাবে শীর্ষে।

Tag :

Please Share This Post in Your Social Media

ইপিএল: রাতে আর্সেনালের মাঠে প্রতিপক্ষ ম্যানসিটি

Update Time : ০৩:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
ইপিএলে রাত সাড়ে দশটায় পয়েন্ট তালিকার এক নম্বরে থাকা ম্যানসিটি খেলবে আর্সেনালের মাঠে। লা লিগায় বার্সেলোনার মাঠে প্রতিপক্ষ কাদিজ।
.

এছাড়াও সিরিআতে আছে মিলান ডার্বি। রাত ৮টায় এসি মিলানের মাঠে খেলবে ইন্টার মিলান।

ইপিএলে রেকর্ড উইনিং স্ট্রিকে এবার ম্যানসিটির প্রতিপক্ষ ২৪ ম্যাচে ১০ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশে থাকা আর্সেনাল। লিগেটানা ১২ ম্যাচ জিতে শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে পেপ গার্দিওলার দল।

দলে নেই নতুন করে কোনো ইনজুরি সমস্যাও। বরং ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন এ মৌসুমে দারুণ ফর্মে থাকা জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোয়ান। ২৪ ম্যাচে ১৭ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে ধরাছোয়ার বাইরে সিটিজেনরা।

অন্যদিকে সিরিআতে মিলান ডার্বিতে রাত ৮ টায় মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ইন্টার মিলান ও এসি মিলান। নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে দলে ফিরবেন এসি মিলান ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।

তবে গেল ম্যাচে চোট পেয়ে মিলান ডার্বি অনিশ্চিত ব্রাহিম দিয়াজ ও ইসমাইল বেনেসেরের। অন্যদিকে ইনজুরি নেই আন্তোনিও কন্তের ইন্টার মিলানে। লিগে এখন অবধি ২২ ম্যাচে ১৫ টি করে জয় দু’দলেরই। তবে গোল ব্যবধানে এগিয়ে ৫০ পয়েন্ট নিয়ে এক নম্বরে ইন্টার মিলান। তবে ৪৯ পয়েন্টে দু’নম্বরে থাকা এসি মিলান এ ম্যাচ জিতলেই ইন্টারকে টপকে উঠে যাবে শীর্ষে।