Monday, November 29, 2021
Homeক‌্যাম্পাসইডেন কলেজের হল খুলছে ১০ অক্টোবর

ইডেন কলেজের হল খুলছে ১০ অক্টোবর

 ইডেন কলেজ প্রতিনিধি:

ইডেন মহিলা কলেজের আবাসিক হল প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১০ অক্টোবর থেকে খুলছে।

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য রোববার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা অনার্স প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠার অনুমতি দেবো। এসব বর্ষের পরীক্ষা অক্টোবরেই শুরু হচ্ছে। এরপর পরিস্থিতি বিবেচনায় বাকি বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠার অনুমতি দেওয়া হবে।

এছাড়া আবাসিক হলে উঠতে হলে শিক্ষার্থীদের অবশ্যই এক ডোজ টিকা নিতে হবে। টিকা না নিলে কোনো শিক্ষার্থীকে হলে ওঠার অনুমতি দেওয়া হবে না। শিক্ষার্থীদের হলে ওঠাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইডেন কলেজ প্রশাসন।

শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে আবাসিক হল খুলে দেওয়ার ঘোষণায় ৷

ইডেন কলেজের এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন পর হল খুলে দেওয়ার ঘোষণায় আমরা খুশি। এতদিন আত্মীয়ের বাসায় ছিলাম, এখন অন্তত হলে উঠে পরীক্ষা দিতে পারবো। কলেজ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ইডেন মহিলা কলেজের ছয়টি আবাসিক হল রয়েছে। হলগুলো হচ্ছে- খোদেজা খাতুন হল, জেবুন্নেসা হোস্টেল, রাজিয়া বেগম ছাত্রীনিবাস, হযরত আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাস, হাসনা বেগম ছাত্রীনিবাস এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular