মনপুরায় ৬০ জন যাত্রী নিয়ে নদীতে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার

  • Update Time : ০৫:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / 155

ভোলার মনপুরা উপজেলার কলাতলীর চর এলাকার মেঘনা নদীতে ৬০ জন যাত্রী নিয়ে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে পৌনে ৮টার দিকে ট্রলার ও যাত্রীদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহমুদ সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৫টার দিকে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাট থেকে নিষেধাজ্ঞা অমান্য করে বৈরী আবহাওয়ার মধ্যে ৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মনপুরার উদ্দেশে রওনা হয়।

বিকেল পৌনে ৬টার দিকে ট্রলারটি মনপুরার কলাতলী চরসংলগ্ন এলাকায় মেঘনা নদীতে বিকল হয়ে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা রাত পৌনে ৮টার দিকে ট্রলারটিকে উদ্ধার করে তজুমদ্দিন লঞ্চঘাটে নিয়ে আসেন।

এরপর যাত্রীদের তাদের আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত যাত্রীরা সবাই সুস্থ আছেন বলে তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

মনপুরায় ৬০ জন যাত্রী নিয়ে নদীতে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার

Update Time : ০৫:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

ভোলার মনপুরা উপজেলার কলাতলীর চর এলাকার মেঘনা নদীতে ৬০ জন যাত্রী নিয়ে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে পৌনে ৮টার দিকে ট্রলার ও যাত্রীদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহমুদ সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৫টার দিকে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাট থেকে নিষেধাজ্ঞা অমান্য করে বৈরী আবহাওয়ার মধ্যে ৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মনপুরার উদ্দেশে রওনা হয়।

বিকেল পৌনে ৬টার দিকে ট্রলারটি মনপুরার কলাতলী চরসংলগ্ন এলাকায় মেঘনা নদীতে বিকল হয়ে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা রাত পৌনে ৮টার দিকে ট্রলারটিকে উদ্ধার করে তজুমদ্দিন লঞ্চঘাটে নিয়ে আসেন।

এরপর যাত্রীদের তাদের আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত যাত্রীরা সবাই সুস্থ আছেন বলে তিনি জানান।