বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে থাইল্যান্ড

  • Update Time : ০১:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / 171

আন্তর্জাতিক ডেস্ক:

বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে থাইল্যান্ড। তবে কেবল ২ ডোজ টিকা গ্রহণকারীরাই ঢোকার অনুমোদন পাবেন। এ ছাড়াও বেশ কয়েকটি শর্তসহ নেওয়া হয়েছে ‘ফুকেট স্যান্ডবক্স’ নামে বিশেষ ব্যবস্থা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা ২৫০ পর্যটককে ফুকেটে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।

করোনার কারণে বিপর্যয় নেমে আসে পর্যটননির্ভর থাইল্যান্ডের অর্থনীতিতে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি খুলেছে দেশটির অন্যতম দর্শনীয় স্থান ফুকেট। তবে নেওয়া হয়েছে ‘ফুকেট স্যান্ডবক্স’ নামে বিশেষ ব্যবস্থা। এ ব্যবস্থায় আওতায় ফুকেটে প্রবেশের ১৪ দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার দুটি ডোজ নিতে হবে। থাকতে হবে কোভিড নেগেটিভ সনদ।

বিশ্বের নানা দেশ থেকে আসতে শুরু করেছেন পর্যটকরা। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকেই কয়েকশ’ পর্যটক এসেছেন ফুকেটে।একজন জানান, প্রায় ১৮ মাস পর বাইরে বেরিয়ে বেশ প্রাণবন্ত লাগছে। আশা করি, আবার সব আগের মতো হয়ে আসবে। এখানে এসে খুব খুশি। থাইল্যান্ডের মতো বিশ্বের অন্যান্য দেশগুলোরও এমন ব্যবস্থা নেওয়া উচিত।

পর্যটন খুলে দেওয়ায় খুশি সেখানকার ব্যবসায়ীরাও। করোনায় টানা লোকসান কাটিয়ে ওঠার আশা তাদের।

ব্যবসায়ীরা জানান, গত দুই বছরে কোভিডের কারণে এত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমার আত্মহত্যা করার চিন্তা মাথায় আসছিল। আশা করি, প্রশাসনের এ উদ্যোগে আমি আবার ঘুরে দাঁড়াতে পারব।

এদিকে, সিঙ্গাপুর থেকে ফেরার পথে ফুকেটে অবস্থানরত পর্যটকদের স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। ধুঁকতে থাকা অর্থনীতির কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই সরকার। এ ছাড়া পরিস্থিতি আরও ভালো হলে রাজধানীতেও প্রবেশে অনুমতি দেবে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে থাইল্যান্ড

Update Time : ০১:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে থাইল্যান্ড। তবে কেবল ২ ডোজ টিকা গ্রহণকারীরাই ঢোকার অনুমোদন পাবেন। এ ছাড়াও বেশ কয়েকটি শর্তসহ নেওয়া হয়েছে ‘ফুকেট স্যান্ডবক্স’ নামে বিশেষ ব্যবস্থা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা ২৫০ পর্যটককে ফুকেটে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।

করোনার কারণে বিপর্যয় নেমে আসে পর্যটননির্ভর থাইল্যান্ডের অর্থনীতিতে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি খুলেছে দেশটির অন্যতম দর্শনীয় স্থান ফুকেট। তবে নেওয়া হয়েছে ‘ফুকেট স্যান্ডবক্স’ নামে বিশেষ ব্যবস্থা। এ ব্যবস্থায় আওতায় ফুকেটে প্রবেশের ১৪ দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার দুটি ডোজ নিতে হবে। থাকতে হবে কোভিড নেগেটিভ সনদ।

বিশ্বের নানা দেশ থেকে আসতে শুরু করেছেন পর্যটকরা। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকেই কয়েকশ’ পর্যটক এসেছেন ফুকেটে।একজন জানান, প্রায় ১৮ মাস পর বাইরে বেরিয়ে বেশ প্রাণবন্ত লাগছে। আশা করি, আবার সব আগের মতো হয়ে আসবে। এখানে এসে খুব খুশি। থাইল্যান্ডের মতো বিশ্বের অন্যান্য দেশগুলোরও এমন ব্যবস্থা নেওয়া উচিত।

পর্যটন খুলে দেওয়ায় খুশি সেখানকার ব্যবসায়ীরাও। করোনায় টানা লোকসান কাটিয়ে ওঠার আশা তাদের।

ব্যবসায়ীরা জানান, গত দুই বছরে কোভিডের কারণে এত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমার আত্মহত্যা করার চিন্তা মাথায় আসছিল। আশা করি, প্রশাসনের এ উদ্যোগে আমি আবার ঘুরে দাঁড়াতে পারব।

এদিকে, সিঙ্গাপুর থেকে ফেরার পথে ফুকেটে অবস্থানরত পর্যটকদের স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। ধুঁকতে থাকা অর্থনীতির কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই সরকার। এ ছাড়া পরিস্থিতি আরও ভালো হলে রাজধানীতেও প্রবেশে অনুমতি দেবে কর্তৃপক্ষ।