বসুন্ধরায় প্রাইভেটকারের ধাক্কায় আরেক চালক নিহত

  • Update Time : ১২:৫০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • / 180

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় প্রাইভেটকার চালক আয়াতুল ইসলাম (২৮) ডিউটি শেষে বাসায় ফেরার পথে আরেকটি প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন।

এ সময় আয়াতুল ইসলাম বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। আজ শুক্রবার বিকেল চারটায় বসুন্ধরার এম ব্লকে এ ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ভায়রা ভাই জীবন জানান, আয়াতুল ইসলাম প্রাইভেটকার চালাতেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে ডিউটি শেষে বাইসাইকেলে করে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার তারাকান্দির নুর ইসলামের ছেলে আয়াতুল। বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন আয়াতুল।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা গাড়িটি শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন। এখন পর্যন্ত গাড়িটি শনাক্ত কিংবা চালককে আটক করতে পারিনি। তবে দ্রুত আটক করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বসুন্ধরায় প্রাইভেটকারের ধাক্কায় আরেক চালক নিহত

Update Time : ১২:৫০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় প্রাইভেটকার চালক আয়াতুল ইসলাম (২৮) ডিউটি শেষে বাসায় ফেরার পথে আরেকটি প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন।

এ সময় আয়াতুল ইসলাম বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। আজ শুক্রবার বিকেল চারটায় বসুন্ধরার এম ব্লকে এ ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ভায়রা ভাই জীবন জানান, আয়াতুল ইসলাম প্রাইভেটকার চালাতেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে ডিউটি শেষে বাইসাইকেলে করে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার তারাকান্দির নুর ইসলামের ছেলে আয়াতুল। বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন আয়াতুল।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা গাড়িটি শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন। এখন পর্যন্ত গাড়িটি শনাক্ত কিংবা চালককে আটক করতে পারিনি। তবে দ্রুত আটক করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।