বরিশালে ট্রলারডুবির ঘটনায় আরও ২ মরদেহ উদ্ধার

  • Update Time : ০১:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / 161

জেলা প্রতিনিধিঃ 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এতে মৃত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে।

দুদিন আগের ওই নৌ দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে বলে জানিয়েছে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

রোববার সকালে ঘটনাস্থল থেকে অনেকটা দূরে আড়িয়াল খাঁ নদীর বুখাইনগরে পাঁচ বছর বয়সী শিশু ইয়ামীন এবং লেঙ্গুটিয়া এলাকায় ৩৫ বছর বয়সী মালা বেগমের লাশ জেলেদের জালে উঠে আসে। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড মরদেহ দুটি উদ্ধার করে।

ইয়ামীন মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝেরচর গ্রামের রহিম চৌকিদারের ছেলে। আর মালা ওই গ্রামের সাইফুল হাওলাদারের স্ত্রী।

শুক্রবার এক আত্মীয়র জানাজায় অংশ নিতে ট্রলারে করে দরিচর খাজুরিয়ায় যাচ্ছিলেন মাঝেরচরের একদল লোক। এমন সময় প্রচণ্ড ঢেউয়ে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়।

ওই সময় দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা কোস্ট গার্ডের একটি দল এগিয়ে গিয়ে আটজনকে উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাহেনুর বেগম (৫২) ও তার মেয়ে নাসরিন বেগমকে (২৫) মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এরপর শনিবার রোহান নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়। রোহান মাঝেরচর গ্রামের মুনতাস হাওলাদারের ছেলে।

Tag :

Please Share This Post in Your Social Media

বরিশালে ট্রলারডুবির ঘটনায় আরও ২ মরদেহ উদ্ধার

Update Time : ০১:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

জেলা প্রতিনিধিঃ 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এতে মৃত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে।

দুদিন আগের ওই নৌ দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে বলে জানিয়েছে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

রোববার সকালে ঘটনাস্থল থেকে অনেকটা দূরে আড়িয়াল খাঁ নদীর বুখাইনগরে পাঁচ বছর বয়সী শিশু ইয়ামীন এবং লেঙ্গুটিয়া এলাকায় ৩৫ বছর বয়সী মালা বেগমের লাশ জেলেদের জালে উঠে আসে। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড মরদেহ দুটি উদ্ধার করে।

ইয়ামীন মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝেরচর গ্রামের রহিম চৌকিদারের ছেলে। আর মালা ওই গ্রামের সাইফুল হাওলাদারের স্ত্রী।

শুক্রবার এক আত্মীয়র জানাজায় অংশ নিতে ট্রলারে করে দরিচর খাজুরিয়ায় যাচ্ছিলেন মাঝেরচরের একদল লোক। এমন সময় প্রচণ্ড ঢেউয়ে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়।

ওই সময় দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা কোস্ট গার্ডের একটি দল এগিয়ে গিয়ে আটজনকে উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাহেনুর বেগম (৫২) ও তার মেয়ে নাসরিন বেগমকে (২৫) মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এরপর শনিবার রোহান নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়। রোহান মাঝেরচর গ্রামের মুনতাস হাওলাদারের ছেলে।