নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠনের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • / 145
ইব্রাহিম জীবনঃ
নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠনের পক্ষ থেকে আজ শুক্রবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
.
নবুরকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ,নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা জামে মসজিদ, নবুরকান্দি উওর পারা জামে মসজিদ এই তিন স্হানে ৫০ টি চারা গাছ রোপন করা হয়।এ সময় নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠনের উপদেষ্টা মীর শাহান এর নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
.
এ সময় মোঃতারেক প্রধান, মোঃআবুবকর সিদ্দিকী মিঠুন, মোঃইব্রাহিম জীবন, মোঃমনির প্রধান, মোঃসোহেল প্রধান,মোঃ আল-আমিন প্রধান, মোঃরোবেল প্রধান,মোঃ মফিজ প্রধান,মোঃ শাহীন, মোঃ মাসুদ,মোঃ ঈমন সহ সংগঠনের আরো অনেকে উপস্থিতি ছিলো।
.
গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনায় গাছের বিভিন্ন প্রকার উপকারিতা তুলে ধরা হয়।গাছ আমাদের অক্সিজেন দেয়,ফলমূল দেয়,কাঠ দেয়,বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে, যেমন বন্যা,অতিবৃষ্টি,অনাবৃষ্টি, খড়াসহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক দূর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে।
.
পরিবেশে ভারসাম্য রক্ষায় গাছের ভুমিকা অপরিসীম।তাই নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠন বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রম প্রবাহত রাখতে চায়।
Tag :

Please Share This Post in Your Social Media

নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠনের বৃক্ষরোপণ

Update Time : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
ইব্রাহিম জীবনঃ
নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠনের পক্ষ থেকে আজ শুক্রবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
.
নবুরকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ,নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা জামে মসজিদ, নবুরকান্দি উওর পারা জামে মসজিদ এই তিন স্হানে ৫০ টি চারা গাছ রোপন করা হয়।এ সময় নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠনের উপদেষ্টা মীর শাহান এর নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
.
এ সময় মোঃতারেক প্রধান, মোঃআবুবকর সিদ্দিকী মিঠুন, মোঃইব্রাহিম জীবন, মোঃমনির প্রধান, মোঃসোহেল প্রধান,মোঃ আল-আমিন প্রধান, মোঃরোবেল প্রধান,মোঃ মফিজ প্রধান,মোঃ শাহীন, মোঃ মাসুদ,মোঃ ঈমন সহ সংগঠনের আরো অনেকে উপস্থিতি ছিলো।
.
গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনায় গাছের বিভিন্ন প্রকার উপকারিতা তুলে ধরা হয়।গাছ আমাদের অক্সিজেন দেয়,ফলমূল দেয়,কাঠ দেয়,বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে, যেমন বন্যা,অতিবৃষ্টি,অনাবৃষ্টি, খড়াসহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক দূর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে।
.
পরিবেশে ভারসাম্য রক্ষায় গাছের ভুমিকা অপরিসীম।তাই নবুরকান্দি একতা নবজাগরণ সংগঠন বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রম প্রবাহত রাখতে চায়।