চিকিৎসক ও নার্সের অবহেলায় মতলব সরকারি হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব

  • Update Time : ১২:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / 645
মতলব প্রতিনিধি:
.
নার্স, চিকিৎসকের অবহেলা রোগীর লোক প্রায় ১ঘন্টা ডাকাডাকি করেও সাড়া পায়নি চিকিৎসক ও নার্সের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় প্রকাশ্যে সন্তান প্রসব করতে বাধ্য হলেন এক প্রসূতী।
.
রবিবার রাত ১১:৪৫ মিনিটে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অমানবিক ঘটনা ঘটে। হতভাগ্য এই প্রসূতির নাম আমেনা (২৭)। ঘটনা এখানেই থেকে নেই, প্রসব হওয়া শিশুটি জন্মের অনেকক্ষন সময় পরে নার্স লাইলী আক্তার এসে অমানবিক আচরণ করেন রোগী ও তার লোকজনের সাথে।
.
প্রসূতি রোগীর স্বজনদের অভিযোগ, তারা এসে জরুরী বিভাগে গেলে রোগী ভর্তি দেয়া হয় এবং হাসপাতালের দোতলায় লেবার ওয়ার্ডে পাঠানো হয় রোগীর ভাই ও বোন লেবার ওয়ার্ডে গিয়ে তালা দেখতে পায় আধাঘন্টা ডাকাডাকি করেও চিকিৎসক বা নার্সের কোন সাড়া না পেয়ে চলে আসে একপর্যায়ে হাসপাতালের বারান্দার ফ্রোরে সন্তান প্রসব হয় অতিরিক্ত রক্ত ক্ষরনের হওয়ায় ডাক চিৎকার করে আবারও লেবার ওয়ার্ডের দরজায় যায় তার ভাই রুবিন সেখানে গিয়ে দেখে ডিউটরত নার্স (লাইলী আক্তার) ফোনে কথা বলে তার ডাকে কোন সাড়া দিচ্ছে না অকেন আকুতি করে বলে আমার বোনের অনেক রক্ত যাচ্ছে একটু দেখেন এসে ওনি বলেন নিচে যাওয়া যাবে না উপরে নিয়ে আসেন ফোনের কথা শেষ করে কিছুক্ষণ পরে নিচে এসে বলে উপরে নিয়ে আসেন এরমধ্যে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় রোগীর ভাই বলেন আপনাদের উপরে আর যেতে হবে না নার্স বলে তাহলে রোগীর পরবর্তীতে কোন সমস্যা হলে আমরা দায়ী নয় স্বাক্ষর দিয়ে যান রোগীর লোক স্বাক্ষর দিতে অসংগতি প্রকাশ করেন।
.
এই নির্মম ঘটনা শুনে উপস্থিত হন সাংবাদিকগন সাংবাদিকদের উপস্থিতির টের পেয়ে দৌড়ে আসেন ডিউটিরত চিকিৎসক ডাঃ মোশাররফ হোসেন এসে তাকে চিকিৎসা সেবা দেয়ার জন্য উপরে লেবার ওয়ার্ডে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ রাজীব কিশোর বনিক আসলে তার কাছে এই অভিযোগ করা হলে তিনি বলেন আপনাদের অভিযোগ থাকলে কালকে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন আমাদের নার্স খারাপ ব্যবহার করলে অবহেলা করলে তার বিচার হবে আইনের উর্ধে কেউ নয়।
.
ঘটনার উপস্থিত বিল্লাল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, রোগীটা এসে অনেকক্ষন ধরে বসে ছিল রোগীর লোকজন ডাকাডাকি করেও কোন সাড়া পায়নি হাসপাতাল কর্তৃপক্ষের ১১টার দিকে তীব্র প্রসব ব্যথা নিয়ে ভাই ও বোনের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন আমেনা।
.
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে ডিউটিরত স্বাস্থ্য সহকারী ছোটন দাস হাসপাতালের বারান্দায় সন্তান প্রসবের সত্যতা স্বীকার করে বলেন, রোগী আসার পরে আমি ভর্তি দিয়ে উপরে লেবার ওয়ার্ডে কর্তব্যরত নার্সের কাছে পাঠাই একপর্যায়ে কিছুক্ষণ পরে নিচের বারান্দায় ডাক চিৎকার শুনতে পেয়ে দেখি এখানেই বাচ্চা প্রসব হয়েছে।
.
Tag :

Please Share This Post in Your Social Media

চিকিৎসক ও নার্সের অবহেলায় মতলব সরকারি হাসপাতালের বারান্দায় সন্তান প্রসব

Update Time : ১২:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
মতলব প্রতিনিধি:
.
নার্স, চিকিৎসকের অবহেলা রোগীর লোক প্রায় ১ঘন্টা ডাকাডাকি করেও সাড়া পায়নি চিকিৎসক ও নার্সের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় প্রকাশ্যে সন্তান প্রসব করতে বাধ্য হলেন এক প্রসূতী।
.
রবিবার রাত ১১:৪৫ মিনিটে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অমানবিক ঘটনা ঘটে। হতভাগ্য এই প্রসূতির নাম আমেনা (২৭)। ঘটনা এখানেই থেকে নেই, প্রসব হওয়া শিশুটি জন্মের অনেকক্ষন সময় পরে নার্স লাইলী আক্তার এসে অমানবিক আচরণ করেন রোগী ও তার লোকজনের সাথে।
.
প্রসূতি রোগীর স্বজনদের অভিযোগ, তারা এসে জরুরী বিভাগে গেলে রোগী ভর্তি দেয়া হয় এবং হাসপাতালের দোতলায় লেবার ওয়ার্ডে পাঠানো হয় রোগীর ভাই ও বোন লেবার ওয়ার্ডে গিয়ে তালা দেখতে পায় আধাঘন্টা ডাকাডাকি করেও চিকিৎসক বা নার্সের কোন সাড়া না পেয়ে চলে আসে একপর্যায়ে হাসপাতালের বারান্দার ফ্রোরে সন্তান প্রসব হয় অতিরিক্ত রক্ত ক্ষরনের হওয়ায় ডাক চিৎকার করে আবারও লেবার ওয়ার্ডের দরজায় যায় তার ভাই রুবিন সেখানে গিয়ে দেখে ডিউটরত নার্স (লাইলী আক্তার) ফোনে কথা বলে তার ডাকে কোন সাড়া দিচ্ছে না অকেন আকুতি করে বলে আমার বোনের অনেক রক্ত যাচ্ছে একটু দেখেন এসে ওনি বলেন নিচে যাওয়া যাবে না উপরে নিয়ে আসেন ফোনের কথা শেষ করে কিছুক্ষণ পরে নিচে এসে বলে উপরে নিয়ে আসেন এরমধ্যে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় রোগীর ভাই বলেন আপনাদের উপরে আর যেতে হবে না নার্স বলে তাহলে রোগীর পরবর্তীতে কোন সমস্যা হলে আমরা দায়ী নয় স্বাক্ষর দিয়ে যান রোগীর লোক স্বাক্ষর দিতে অসংগতি প্রকাশ করেন।
.
এই নির্মম ঘটনা শুনে উপস্থিত হন সাংবাদিকগন সাংবাদিকদের উপস্থিতির টের পেয়ে দৌড়ে আসেন ডিউটিরত চিকিৎসক ডাঃ মোশাররফ হোসেন এসে তাকে চিকিৎসা সেবা দেয়ার জন্য উপরে লেবার ওয়ার্ডে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ রাজীব কিশোর বনিক আসলে তার কাছে এই অভিযোগ করা হলে তিনি বলেন আপনাদের অভিযোগ থাকলে কালকে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন আমাদের নার্স খারাপ ব্যবহার করলে অবহেলা করলে তার বিচার হবে আইনের উর্ধে কেউ নয়।
.
ঘটনার উপস্থিত বিল্লাল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, রোগীটা এসে অনেকক্ষন ধরে বসে ছিল রোগীর লোকজন ডাকাডাকি করেও কোন সাড়া পায়নি হাসপাতাল কর্তৃপক্ষের ১১টার দিকে তীব্র প্রসব ব্যথা নিয়ে ভাই ও বোনের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন আমেনা।
.
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে ডিউটিরত স্বাস্থ্য সহকারী ছোটন দাস হাসপাতালের বারান্দায় সন্তান প্রসবের সত্যতা স্বীকার করে বলেন, রোগী আসার পরে আমি ভর্তি দিয়ে উপরে লেবার ওয়ার্ডে কর্তব্যরত নার্সের কাছে পাঠাই একপর্যায়ে কিছুক্ষণ পরে নিচের বারান্দায় ডাক চিৎকার শুনতে পেয়ে দেখি এখানেই বাচ্চা প্রসব হয়েছে।
.