চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নিখোঁজ-০১

  • Update Time : ০২:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / 364
সজিব হাসান, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেস্বর এলাকায় মেঘনা নদীতে চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি প্রিন্স অব রাসেল-০৩ নামক লঞ্চের ধাক্কায় ছোট একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে আরিফ প্রধানীয়া(২৫) নামে এক যুবক নিখোঁজ হন।
.
নিখোঁজ যুবকের বাড়ি চাঁদপুর সদর উপর জেলার ১ং বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লালপুর গ্রামে। নিখোঁজ যুবকের স্বজনদের সাথে কথা বলে জানা যায়- আরিফ তার প্রতিবেশী ৫ জন যুবকসহ রাজরাজেস্বর চরে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সকাল ১১টায় রাজরাজেস্বর থেকে ফেরার পথে মেঘনা নদীতে এমভি প্রিন্স অব রাসেল-০৩ নামক লঞ্চটি তাদের নৌকার উপর চালিয়ে দিয়ে তাদের নৌকাটি ডুবিয়ে দেয়।
.
নৌ-দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যুবক সুমন(২২) বিডিসমাচার ২৪ ডটকমকে জানান- তারা রাজরাজেশ্বর থেকে তাদের নিজ গ্রামের দিকে ফিরছিলেন,এমন সময় বিপরীত দিক থেকে আসা এমভি রাসেল-০৩ নামক লঞ্চটি কোন সিগন্যাল না দিয়েই হঠাৎ করে গতি বাড়িয়ে দিয়ে তাদের নৌকার উপর তুলে দেয়।এতে নৌকার পাঁচ আরোহী সাতার কেটে উপরে উঠতে পারলেও অরিফ লঞ্চের নিচে তলিয়ে যায়।
.
নৌকার উপর লঞ্চ তুলে দিয়ে যুবক নিখোঁজের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
এই বিষয়ে এমভি প্রিন্স অব রাসেল-০৩-এর সুপার ভাইজারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
Tag :

Please Share This Post in Your Social Media

চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নিখোঁজ-০১

Update Time : ০২:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
সজিব হাসান, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেস্বর এলাকায় মেঘনা নদীতে চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি প্রিন্স অব রাসেল-০৩ নামক লঞ্চের ধাক্কায় ছোট একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে আরিফ প্রধানীয়া(২৫) নামে এক যুবক নিখোঁজ হন।
.
নিখোঁজ যুবকের বাড়ি চাঁদপুর সদর উপর জেলার ১ং বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লালপুর গ্রামে। নিখোঁজ যুবকের স্বজনদের সাথে কথা বলে জানা যায়- আরিফ তার প্রতিবেশী ৫ জন যুবকসহ রাজরাজেস্বর চরে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সকাল ১১টায় রাজরাজেস্বর থেকে ফেরার পথে মেঘনা নদীতে এমভি প্রিন্স অব রাসেল-০৩ নামক লঞ্চটি তাদের নৌকার উপর চালিয়ে দিয়ে তাদের নৌকাটি ডুবিয়ে দেয়।
.
নৌ-দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যুবক সুমন(২২) বিডিসমাচার ২৪ ডটকমকে জানান- তারা রাজরাজেশ্বর থেকে তাদের নিজ গ্রামের দিকে ফিরছিলেন,এমন সময় বিপরীত দিক থেকে আসা এমভি রাসেল-০৩ নামক লঞ্চটি কোন সিগন্যাল না দিয়েই হঠাৎ করে গতি বাড়িয়ে দিয়ে তাদের নৌকার উপর তুলে দেয়।এতে নৌকার পাঁচ আরোহী সাতার কেটে উপরে উঠতে পারলেও অরিফ লঞ্চের নিচে তলিয়ে যায়।
.
নৌকার উপর লঞ্চ তুলে দিয়ে যুবক নিখোঁজের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
এই বিষয়ে এমভি প্রিন্স অব রাসেল-০৩-এর সুপার ভাইজারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।