আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগাল সেমিফাইনাল

  • Update Time : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 15

নিজস্ব প্রতিবেদক:

পর্তুগালে প্রথম বারের মত আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

চিটাগাং কিংসকে হারিয়ে সিলেট সিক্সার্স ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদকে হারিয়ে বগুড়া স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠেছে।

স্বাস্থ্যবিধি মেনে সেমিফাইনাল খেলা লিসবনের স্হানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলাটি উপভোগ করতে হালকা বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকসহ অনেক দর্শক ও সমর্থকবৃন্দ।

খেলা শুরুর পূর্বে পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাইফুল হক যার নামে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে প্রয়াত আরাফাত রহমান কোকোর জীবনী নিয়ে আলেচনা করে বলেন, “তিনি ছিলেন একজন ক্রিড়া অনুরাগী ব্যক্তি। বিশেষ করে ক্রিকেটের প্রতি তার ছিল অসামান্য ভালোবাসা তার জীবদ্দশায় তিনি ক্রিকেট বোর্ডের উপদেষ্টা এবং পরে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের ক্রিকেটে বড় অবদান রাখেন।”

এছাড়া আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আজমল আহমেদ, যুগ্ম আহবায়ক এম কে নাসির, যুগ্ম সদস্য সচিব আবদুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, আহবায়ক কমিটির সদস্য জায়েদ আহমদ,মহদ আজাদ, জুবেল আহমদ, রুবেল চৌধুরী, জাকির আহমদ, জামিল আহমেদ, রাহেল আহমদ, মঞ্জুর আহমেদ, পর্তুগাল সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়া ও যুগ্ম আহবায়ক মুহাম্মদ আমান, শোয়াইব চৌধুরী, আর ও উপস্থিত ছিলেন পর্তুগাল যুবদল নেতা এস এম কাওছার প্রমুখ।

১ম সেমিফাইনাল ম্যাচ এ যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে সিলেট সিক্সার্স ও চিটাগাং কিংস। টসে জয়লাভ করে সিলেট সিক্সার্স ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। অপরদিকে চিটাগাং কিংস ব্যাটিংয়ে করতে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ৬৬রান সংগ্রহ করে তার জবাবে সিলেট সিক্সার্স ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে পাঁচ ওভার ১ বল হাতে রেখেই জয়লাভ করে।সিলেট সিক্সারের পক্ষে ব্যক্তিগত ৪৮ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফয়সল আহমেদ।

দিনের ২য় সেমিফাইনালে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ বনাম বগুড়া স্পোটিং ক্লাব এর ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ম্যাচে টচে জয়লাভ করে বগুড়া স্পোটিং ক্লাব ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নির্ধারিত ১০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে হারিয়ে ১৭৪ রান এর লক্ষ্য চুরে দেয় এম সাইফুর রহমান স্মৃতি সংসদ কে। জবাবে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট ১৬৯ রান সংগ্রহ করে। বগুড়া স্পোটিং ক্লাব ৪ রানে জয়লাভ করে। বগুড়া স্পোর্টিং ক্লাবের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ব্যক্তিগত ৮৭ রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জাহিদ আহমেদ।

খেলা শেষে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগাল ২০২৪ এর পরিচালনা কমিটির পক্ষ থেকে খেলোয়াড় বৃন্দদের সুন্দর খেলা উপহার দেওয়ায় ধন্যবাদ জানিয়ে ফাইনাল ম্যাচ কখন কোথায় হবে পরবর্তীতে জানানো হবে বলে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগাল সেমিফাইনাল

Update Time : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

পর্তুগালে প্রথম বারের মত আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

চিটাগাং কিংসকে হারিয়ে সিলেট সিক্সার্স ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদকে হারিয়ে বগুড়া স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠেছে।

স্বাস্থ্যবিধি মেনে সেমিফাইনাল খেলা লিসবনের স্হানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলাটি উপভোগ করতে হালকা বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকসহ অনেক দর্শক ও সমর্থকবৃন্দ।

খেলা শুরুর পূর্বে পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাইফুল হক যার নামে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে প্রয়াত আরাফাত রহমান কোকোর জীবনী নিয়ে আলেচনা করে বলেন, “তিনি ছিলেন একজন ক্রিড়া অনুরাগী ব্যক্তি। বিশেষ করে ক্রিকেটের প্রতি তার ছিল অসামান্য ভালোবাসা তার জীবদ্দশায় তিনি ক্রিকেট বোর্ডের উপদেষ্টা এবং পরে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের ক্রিকেটে বড় অবদান রাখেন।”

এছাড়া আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আজমল আহমেদ, যুগ্ম আহবায়ক এম কে নাসির, যুগ্ম সদস্য সচিব আবদুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, আহবায়ক কমিটির সদস্য জায়েদ আহমদ,মহদ আজাদ, জুবেল আহমদ, রুবেল চৌধুরী, জাকির আহমদ, জামিল আহমেদ, রাহেল আহমদ, মঞ্জুর আহমেদ, পর্তুগাল সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়া ও যুগ্ম আহবায়ক মুহাম্মদ আমান, শোয়াইব চৌধুরী, আর ও উপস্থিত ছিলেন পর্তুগাল যুবদল নেতা এস এম কাওছার প্রমুখ।

১ম সেমিফাইনাল ম্যাচ এ যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে সিলেট সিক্সার্স ও চিটাগাং কিংস। টসে জয়লাভ করে সিলেট সিক্সার্স ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। অপরদিকে চিটাগাং কিংস ব্যাটিংয়ে করতে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ৬৬রান সংগ্রহ করে তার জবাবে সিলেট সিক্সার্স ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে পাঁচ ওভার ১ বল হাতে রেখেই জয়লাভ করে।সিলেট সিক্সারের পক্ষে ব্যক্তিগত ৪৮ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফয়সল আহমেদ।

দিনের ২য় সেমিফাইনালে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ বনাম বগুড়া স্পোটিং ক্লাব এর ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ম্যাচে টচে জয়লাভ করে বগুড়া স্পোটিং ক্লাব ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নির্ধারিত ১০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে হারিয়ে ১৭৪ রান এর লক্ষ্য চুরে দেয় এম সাইফুর রহমান স্মৃতি সংসদ কে। জবাবে এম সাইফুর রহমান স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট ১৬৯ রান সংগ্রহ করে। বগুড়া স্পোটিং ক্লাব ৪ রানে জয়লাভ করে। বগুড়া স্পোর্টিং ক্লাবের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ব্যক্তিগত ৮৭ রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জাহিদ আহমেদ।

খেলা শেষে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট পর্তুগাল ২০২৪ এর পরিচালনা কমিটির পক্ষ থেকে খেলোয়াড় বৃন্দদের সুন্দর খেলা উপহার দেওয়ায় ধন্যবাদ জানিয়ে ফাইনাল ম্যাচ কখন কোথায় হবে পরবর্তীতে জানানো হবে বলে ঘোষণা করেন।