হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ

  • Update Time : ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • / 199

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ শতাধিক নেতাকর্মী আহত হন।

পুলিশ ঘটনাস্থলে রাবার বুলেট ও টিয়ার গ্যস নিক্ষেপ করেছে। বুধবার দুপুর ২টার দিকে জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টসহ বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে যান চলাচল বিঘ্নিত হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা ও তার মুক্তির দাবিতে হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে যোগ দিতে হবিগঞ্জ আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও জয়নাল আবেদীন ফারুক ।

দুপুরে বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

এ সময় বিএনপি নেতাকর্মী ইটপাটকেল ছুড়ে ও অন্যদিক থেকে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এর আগে শহরের পইল রোড, বেবীস্ট্যান্ড, চিড়াখানা রোডসহ কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

আহত পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ রাজিব আহমেদ রিংগনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চোখে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের যুগ সম্পাদক সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। তবে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন তা এখনই বলা যাচ্ছে না। এ পরিস্থিতিতে বিএনপির সমাবেশ পন্ড হয়ে গেছে। কেন্দ্রীয় নেতারা ঢাকা চলে গেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ

Update Time : ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ শতাধিক নেতাকর্মী আহত হন।

পুলিশ ঘটনাস্থলে রাবার বুলেট ও টিয়ার গ্যস নিক্ষেপ করেছে। বুধবার দুপুর ২টার দিকে জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টসহ বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে যান চলাচল বিঘ্নিত হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা ও তার মুক্তির দাবিতে হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে যোগ দিতে হবিগঞ্জ আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও জয়নাল আবেদীন ফারুক ।

দুপুরে বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

এ সময় বিএনপি নেতাকর্মী ইটপাটকেল ছুড়ে ও অন্যদিক থেকে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এর আগে শহরের পইল রোড, বেবীস্ট্যান্ড, চিড়াখানা রোডসহ কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

আহত পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ রাজিব আহমেদ রিংগনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চোখে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের যুগ সম্পাদক সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। তবে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন তা এখনই বলা যাচ্ছে না। এ পরিস্থিতিতে বিএনপির সমাবেশ পন্ড হয়ে গেছে। কেন্দ্রীয় নেতারা ঢাকা চলে গেছেন।