ঢাকায় আসছেন আরও দুই মার্কিন কংগ্রেসম্যান

  • Update Time : ০১:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / 102

নিজস্ব প্রতিবেদক

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে গরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। এর মধ্যেই বাংলাদেশ সফরে আসছে একের পর এক বিদেশি কূটনীতিক। এদের মধ্যে মার্কিনিদের সংখ্যাই বেশি। এবার আসছেন দেশটির দুই কংগ্রেসম্যান।

আগামী ১২ আগস্ট ৪ দিনের সফরে আসছেন হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্র্যাট পার্টির কংগ্রেসম্যান এড কেইস এবং জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক।

জানা গেছে, চার দিনের এই সফরে প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এ সময় তাদের সঙ্গে থাকবেন তাদের সহায়তাকারী কর্মকর্তারাও।

কংগ্রেসম্যানদের সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা, তা দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। ফলে তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে তা দেখবেন কংগ্রেসম্যানরা। যুক্তরাষ্ট্র সরকাই তাদের পাঠাচ্ছে।

ঢাকায় আসছেন আরও দুই মার্কিন কংগ্রেসম্যান
জাতীয় পতাকা অর্ধনমিত করার নতুন নিয়ম
বাংলাদেশে নেমেই প্রথমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন দুই কংগ্রেসম্যান। আগামী ১৩ আগস্ট কংগ্রেসম্যানদের কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন, জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। সেখানের কাজ শেষ করে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা।

ঢাকা সফরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের বৈঠক হবে কি না তা এখনো জানা যায়নি।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ওয়াশিংটনের পাশাপাশি মার্কিন কংগ্রেসের সদস্যরা বেশ সরব রয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য পৃথকভাবে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি লিখেছেন। গণতন্ত্র এবং নির্বাচনের পাশাপাশি মার্কিন কংগ্রেসের এসব সদস্য মতপ্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতাসহ সামগ্রিকভাবে মানবাধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছেন।

এদিকে নির্বাচনসহ নানা ইস্যুতে বাংলাদেশ সফর বেড়েছে মার্কিন কর্মকর্তাদের। চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ঢাকা সফর করে গেছেন। চলতি মাসের শেষের দিকে প্রতিরক্ষা সংলাপে যোগ দিতে আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস। এ ছাড়া আগামী মাসের শুরুর দিকে মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ঢাকায় আসছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাকায় আসছেন আরও দুই মার্কিন কংগ্রেসম্যান

Update Time : ০১:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে গরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। এর মধ্যেই বাংলাদেশ সফরে আসছে একের পর এক বিদেশি কূটনীতিক। এদের মধ্যে মার্কিনিদের সংখ্যাই বেশি। এবার আসছেন দেশটির দুই কংগ্রেসম্যান।

আগামী ১২ আগস্ট ৪ দিনের সফরে আসছেন হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্র্যাট পার্টির কংগ্রেসম্যান এড কেইস এবং জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক।

জানা গেছে, চার দিনের এই সফরে প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এ সময় তাদের সঙ্গে থাকবেন তাদের সহায়তাকারী কর্মকর্তারাও।

কংগ্রেসম্যানদের সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা, তা দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। ফলে তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে তা দেখবেন কংগ্রেসম্যানরা। যুক্তরাষ্ট্র সরকাই তাদের পাঠাচ্ছে।

ঢাকায় আসছেন আরও দুই মার্কিন কংগ্রেসম্যান
জাতীয় পতাকা অর্ধনমিত করার নতুন নিয়ম
বাংলাদেশে নেমেই প্রথমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন দুই কংগ্রেসম্যান। আগামী ১৩ আগস্ট কংগ্রেসম্যানদের কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন, জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। সেখানের কাজ শেষ করে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা।

ঢাকা সফরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের বৈঠক হবে কি না তা এখনো জানা যায়নি।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ওয়াশিংটনের পাশাপাশি মার্কিন কংগ্রেসের সদস্যরা বেশ সরব রয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য পৃথকভাবে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি লিখেছেন। গণতন্ত্র এবং নির্বাচনের পাশাপাশি মার্কিন কংগ্রেসের এসব সদস্য মতপ্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতাসহ সামগ্রিকভাবে মানবাধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছেন।

এদিকে নির্বাচনসহ নানা ইস্যুতে বাংলাদেশ সফর বেড়েছে মার্কিন কর্মকর্তাদের। চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ঢাকা সফর করে গেছেন। চলতি মাসের শেষের দিকে প্রতিরক্ষা সংলাপে যোগ দিতে আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস। এ ছাড়া আগামী মাসের শুরুর দিকে মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ঢাকায় আসছেন।