একনেকে ১০,৬৮৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
- Update Time : ০৪:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / 181
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কিশোরগঞ্জ জেলার উড়াল সড়কসহ ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৬৮৩ কোটি ৫৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৮৮০ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করা হবে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এমদাদুল্লা মিয়া, আইএমইডির সচিব আবুল কাশেম মহিউদ্দিন, আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য নাসিমা বেগম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন সিদ্দিকী।
একনেক সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প ওঠার কথা থাকলেও সেই বিষয়ে কোন আলোচনা হয়নি। এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ইভিএম আমাদের তালিকা ছিল না। পিএম জানতে চাননি। এটি আইন অনুযায়ী প্রক্রিয়াধীন আছে। যদি এটি অনুমোদন না হয় তবে সংশ্লিষ্টরা দেখবেন। এটি আমার আওতায় নেই।’
পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার বলেন, ‘বৈশ্বিক যে সংকট এটি সাময়িক। কিছু দিন পরে এই সংকট আর থাকবে না। আমরা দীর্ঘ পরিকল্পনা সামনে রেখে প্রকল্পগুলো অনুমোদন দিয়েছি।’