মাধবীলতা
- Update Time : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / 536
বিষ্ণু সাহা
এক ফালি চাঁদ তুমি দূরের আকাশে
সাদা সাদা মেঘে ঢাকা,
প্রিয়তম অসুখ তুমি
অবাক জোছনা আমার দেখা।
তুমি বরফ গলা শীতল নদী,
আমার স্বপ্নচারিণী বহুরূপী,
কত শত কথার ভিড়ে
সব কবিতার ভাষা খুঁজে পাওয়া।
এক অপরূপ আশ্চর্য তুমি
নেই তোমার কোন তুলনা।।
এক টুকরো রোদ তুমি শীতের সকালে
ধোঁয়া ধোঁয়া কুয়াশা মাখা,
কি মায়ায় বেঁধেছো বলো আমায়
নাজেহাল মিষ্টি করুণ দশা।
তুমি শরতের কাশের মেলা,
আমার হেমন্তে মেঘের খেলা,
সুন্দর শুভ্র এতো ফুলের মাঝে
তুমি আমার মাধবীলতা।
এক অপরূপ আশ্চর্য তুমি
নেই তোমার কোন তুলনা।।
Tag :