শহীদ বুদ্ধিজীবী দিবস
- Update Time : ০৪:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / 262
শহীদ বুদ্ধিজীবী দিবস
চন্দন দেব নাথ
মনে পড়ে কি একাত্তরের
১৪ই ডিসেম্বর এর কথা?
পাক হানাদারেরা দিয়েছিল
কোটি বাঙালিদের মনে ব্যাথা।
সেই কালোরাতে প্রাণ গিয়েছিল
কত প্রকৌশলী,শিক্ষাবিদ ও ডাক্তার?
জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত
দেশজুড়ে বেদনা আর হাহাকার।
পাকবাহিনীকে সহায়তা করেছিল
আলবদর আর রাজাকার।
সাংবাদিক, দার্শনিকদের হত্যা করে
গুলি ছুড়েঁছিল বারংবার।
বিনম্র শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবী জ্ঞানী,গুণী
জাতি আজ তাঁদের কাছে চিরঋণী।
একাত্তরের ১৪ই ডিসেম্বর ছিল ভয়াবহ দিন,
বাঙালি জাতি শহীদদের ভুলবে না কোনোদিন।
Tag :