অগ্রণী ব্যাংক পিএলসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৮:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 96
অগ্রণী ব্যাংক পিএলসি’র ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে রংপুর সার্কেলের অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের নিয়ে মতবিনিময় সভা ও মিট দ্য বোরোয়ার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় ৬৮টি শাখার ১৬৪ জন গ্রাহকের কাছ থেকে ১২ কোটি ৯৫ লক্ষ টাকার শ্রেণীকৃত ঋণ আদায় করা হয়।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।
এছাড়াও সার্কেলাধীন নির্বাহী, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার গ্রাহকরা সভায় উপস্থিত ছিলেন।

























