দরপতনের শীর্ষে তাল্লু স্পিনিং

- Update Time : ০৩:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 47
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা পয়সা বা ৫ দশমিক ০৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দমমিক ২১ শতাংশ। আর ৪ দশমিক ০৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, মিথুন নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি ইন্স্যুরেন্স, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, স্টাইলক্রাফট এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।