পুঁজিবাজারে সূচকের উত্থানে বছর শুরু
![](https://bdsomachar24.com/wp-content/uploads/2023/11/icon.png)
- Update Time : ০৪:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / 39
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৮২ পয়েন্ট কমে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩১টি কোম্পানির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত আছে ৮০টির।
Tag :