দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে প্রশিক্ষণ দিচ্ছে এফএসআইবি
- Update Time : ১২:৪৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / 26
দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে বাছাইকৃত কর্মকর্তাদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী ‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক প্রশিক্ষণকর্মসূচি শুরু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে গত বুধবার থেকে প্রশিক্ষণকর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ব্যাংকটির পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের ভিপি ও বিভাগীয় প্রধান নাজিম আনওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণকর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ব্যাংকের মেধাবীজনশক্তির মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃইয়াহিয়া, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।