ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- Update Time : ০১:১৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / 139
অর্থনৈতিক প্রতিবেদক:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭০ লাখ ৮৪ হাজার ৬৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৩০ লাখ টাকা।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি ৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। তাদের ৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- এসিআই, অগ্নি সিস্টেমস, বিবিএস কেবলস, বিডিকম, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, ইস্টার্ন হাউজিং, ফেডারেল ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেমিনি সী, জেনেক্স ইনফোসিস, গ্রীণডেল্টা লাইফ মিউচ্যুয়াল ফান্ড, ইন্দো-বাংলা ফার্মা, ইনডেক্স অ্যাগ্রো, কাট্টালি টেক্সটাইল,লাফার্জহোলসিম, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মোজাফফর হোসেন স্পিনিং, নিউলাইন ক্লোথিংস, এনআরবিসি ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিমা ফুড, সাফকো স্পিনিং, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার ও স্কয়ার ফার্মা লিমিটেড।