যাত্রা শুরু করল ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’

  • Update Time : ১০:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 50

যাত্রা শুরু করল ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’

ওয়ার্ল্ড এআই অ্যান্ড রোবোটিকস ফাউন্ডেশনের (ডব্লিউএআরএফ) অধীনে পরিচালিত বাংলাদেশের প্রথম প্রগ্রামিং ও রোবটিকস কমিউনিটি ‘বাংলাদেশ স্টুডেন্টস প্রগ্রামিং অ্যান্ড রোবটিকস ক্লাব (বিএসপিআরসি)’-এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি চার তারা হোটেলে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডব্লিউএআরএফের সভাপতি ড. মাহবুবুর রহমান, বিএসপিআরসির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলীমুজ্জামান, বিএসপিআরসির প্রতিষ্ঠাতা মিজ ফারহানা জাহান, স্টেট ইউনিভার্সিটি’র উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, গিগাবাইট-এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, এটিএন বাংলা’র সিনিয়র উপদেষ্টা (প্রোগ্রাম) নাওয়াজিহ আলী খান এবং স্টেট ইউনিভার্সিটি’র সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহ রেজা এম ফাহাদ হোসেন।

বিএসপিআরসি আয়োজিত এই ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’ প্রতিযোগিতামূলক গেমিং, উদ্ভাবন এবং প্রযুক্তি-ভিত্তিক অনুপ্রেরণার মিশেলে এই যুগান্তকারী ইভেন্টটি যুবসম্প্রদায়ের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই ইভেন্টে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম, যেমন : গেমিং মডেল ডিজাইন প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক মডেলসহনতুন আইডিয়া প্রদর্শন (যেকোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য), বট প্রতিযোগিতা (ব্যাটল বট, বট সকার ও লাইন ফলোয়িং পাজল সলভ), এবং ভার্চুয়াল গেম প্রতিযোগিতা।

এর মূল লক্ষ্য হলো তরুণদের গেমিং ও রোবোটিকস্রে ক্ষেত্রে সৃজনশীল দক্ষতা আবিষ্কার করতে অনুপ্রাণিত করা, আধুনিক চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত দক্ষতা অর্জনে সহায়তা করা এবং তরুণ মেধাবীদের উদ্ভাবনী প্ল্যাটফর্ম প্রদান করা। ইভেন্টটির প্রত্যাশিত ফলাফলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের বৈশ্বিক ই-স্পোর্টস এবং রোবোটিকস্ প্ল্যাটফর্মে তাদের সম্ভাবনা প্রদর্শনের সুযোগ তৈরি করা এবং একটি স্মার্ট, ভবিষ্যৎ প্রস্তুত যুবসমাজ গড়ে তোলার BSPRC-এর মিশন বাস্তবায়ন করা। এই কার্নিভাল বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে তরুণ সম্প্রদায়ের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।

উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ জানুয়ারি ২০২৫ থেকে অনলাইনে সারা দেশের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আঞ্চলিক বা প্রাথমিক পর্বের প্রতিযোগিতা শেষে রাজধানীতে গালা ইভেন্ট বা চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। রোবোটিকস্, মোবাইল ও পিসি গেমস এবং অ্যাপ্লিকেশনস বিষয়ে আগ্রহী যেকোনো তরুণ-তরুণী ও শিক্ষার্থী http://esportscarnival.com এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

Tag :

Please Share This Post in Your Social Media


যাত্রা শুরু করল ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’

Update Time : ১০:১৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

ওয়ার্ল্ড এআই অ্যান্ড রোবোটিকস ফাউন্ডেশনের (ডব্লিউএআরএফ) অধীনে পরিচালিত বাংলাদেশের প্রথম প্রগ্রামিং ও রোবটিকস কমিউনিটি ‘বাংলাদেশ স্টুডেন্টস প্রগ্রামিং অ্যান্ড রোবটিকস ক্লাব (বিএসপিআরসি)’-এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি চার তারা হোটেলে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডব্লিউএআরএফের সভাপতি ড. মাহবুবুর রহমান, বিএসপিআরসির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলীমুজ্জামান, বিএসপিআরসির প্রতিষ্ঠাতা মিজ ফারহানা জাহান, স্টেট ইউনিভার্সিটি’র উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, গিগাবাইট-এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, এটিএন বাংলা’র সিনিয়র উপদেষ্টা (প্রোগ্রাম) নাওয়াজিহ আলী খান এবং স্টেট ইউনিভার্সিটি’র সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহ রেজা এম ফাহাদ হোসেন।

বিএসপিআরসি আয়োজিত এই ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’ প্রতিযোগিতামূলক গেমিং, উদ্ভাবন এবং প্রযুক্তি-ভিত্তিক অনুপ্রেরণার মিশেলে এই যুগান্তকারী ইভেন্টটি যুবসম্প্রদায়ের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই ইভেন্টে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম, যেমন : গেমিং মডেল ডিজাইন প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক মডেলসহনতুন আইডিয়া প্রদর্শন (যেকোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য), বট প্রতিযোগিতা (ব্যাটল বট, বট সকার ও লাইন ফলোয়িং পাজল সলভ), এবং ভার্চুয়াল গেম প্রতিযোগিতা।

এর মূল লক্ষ্য হলো তরুণদের গেমিং ও রোবোটিকস্রে ক্ষেত্রে সৃজনশীল দক্ষতা আবিষ্কার করতে অনুপ্রাণিত করা, আধুনিক চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত দক্ষতা অর্জনে সহায়তা করা এবং তরুণ মেধাবীদের উদ্ভাবনী প্ল্যাটফর্ম প্রদান করা। ইভেন্টটির প্রত্যাশিত ফলাফলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের বৈশ্বিক ই-স্পোর্টস এবং রোবোটিকস্ প্ল্যাটফর্মে তাদের সম্ভাবনা প্রদর্শনের সুযোগ তৈরি করা এবং একটি স্মার্ট, ভবিষ্যৎ প্রস্তুত যুবসমাজ গড়ে তোলার BSPRC-এর মিশন বাস্তবায়ন করা। এই কার্নিভাল বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে তরুণ সম্প্রদায়ের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।

উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ জানুয়ারি ২০২৫ থেকে অনলাইনে সারা দেশের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আঞ্চলিক বা প্রাথমিক পর্বের প্রতিযোগিতা শেষে রাজধানীতে গালা ইভেন্ট বা চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। রোবোটিকস্, মোবাইল ও পিসি গেমস এবং অ্যাপ্লিকেশনস বিষয়ে আগ্রহী যেকোনো তরুণ-তরুণী ও শিক্ষার্থী http://esportscarnival.com এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।