মগবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ৭, আহত অর্ধশতাধিক

  • Update Time : ১০:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • / 282

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজার বিস্ফোরণে আহত হয়ে ৭ জন নিহত হয়েছেন। এসময় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। যাদের মধ্যে আশঙ্কাজনক কমপক্ষে ১০ জন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের কারণ জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে ঘটনাস্থলে থাকা শর্মা হাউজ নামক রেস্তোরাঁর গ্যাস বিস্ফোরণেই দুর্ঘটনাটি ঘটেছে। পাশপাশি এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

রোববার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়ারলেস এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আশেপাশে থাকা বেশ কয়েকটি বাসের কাচ ভেঙ্গে গিয়েছে। ভেঙ্গে গিয়েছে কিছু ভবনের জানালার কাচও।

শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংস্তুপে পরিণত হওয়া এই এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট।

জানা যায়, মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুম ও রাশমনো হাসপাতালের মাঝামাঝি গলিতে এ বিস্ফোরণ ঘটে। এর ফলে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা জানান, তিনতলা একটি ভবনের নীচের তলায় শর্মা হাউজ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেটার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েই এই ঘটনা ঘটে। সেখান থেকে বিস্ফোরণ হয় ভবনে থাকা জেনারেটরে, এসময় ঘটনাস্থলের পাশেই যানজটে আটকে থাকা ৩টি বাসসহ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়।

Please Share This Post in Your Social Media


মগবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ৭, আহত অর্ধশতাধিক

Update Time : ১০:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজার বিস্ফোরণে আহত হয়ে ৭ জন নিহত হয়েছেন। এসময় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। যাদের মধ্যে আশঙ্কাজনক কমপক্ষে ১০ জন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের কারণ জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে ঘটনাস্থলে থাকা শর্মা হাউজ নামক রেস্তোরাঁর গ্যাস বিস্ফোরণেই দুর্ঘটনাটি ঘটেছে। পাশপাশি এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

রোববার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়ারলেস এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আশেপাশে থাকা বেশ কয়েকটি বাসের কাচ ভেঙ্গে গিয়েছে। ভেঙ্গে গিয়েছে কিছু ভবনের জানালার কাচও।

শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংস্তুপে পরিণত হওয়া এই এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট।

জানা যায়, মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুম ও রাশমনো হাসপাতালের মাঝামাঝি গলিতে এ বিস্ফোরণ ঘটে। এর ফলে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা জানান, তিনতলা একটি ভবনের নীচের তলায় শর্মা হাউজ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেটার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েই এই ঘটনা ঘটে। সেখান থেকে বিস্ফোরণ হয় ভবনে থাকা জেনারেটরে, এসময় ঘটনাস্থলের পাশেই যানজটে আটকে থাকা ৩টি বাসসহ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়।