ম্যাজিস্ট্রেটকে ভাই বলায় জবি শিক্ষার্থীকে হয়রানি

  • Update Time : ০৫:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / 175
জবি সংবাদদাতা:
নড়াইলে ম্যাজিস্ট্রেটকে স্যার না বলে ভাই সম্বোধন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
.
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম তওসীবুল আলম প্লাবন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
.
প্লাবন জানান, শনিবার সন্ধ্যার আগে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হন। এসময় নড়াইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান তাদের পরিচয় জানতে চান। প্লাবন ‘ভাই’ বলে সম্বোধন করে নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে তাকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশে সন্ধ্যা ৬:১২ মিনিটে গাড়িতে তোলা হয়। পরবর্তীতে রাত ৯:৩৫ মিনিট পর্যন্ত আটকে রেখে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।
.
প্লাবন বলেন, ‘এক বন্ধুর সঙ্গে আমি বাসা থেকে বের হয়েছিলাম। তখন তিনি (জাহিদ হাসান) এসে জানতে চান, আপনারা কী করেন? ‘আমি বললাম, ভাই আমি লেখাপড়া করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তখন সঙ্গে সঙ্গে গাড়িতে তুলল। ওনার সঙ্গে একজন সহকারী ছিল।
.
উনি বললেন, ম্যাজিস্ট্রেট সাহেবরে ভাই বল?’ এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘ‌টে‌নি। আমাদের নড়াইল শহরে লকডাউন দেয়া হয়েছে। এখানে যদি মাস্ক ছাড়া কাউ‌কে পাওয়া যায়, তাহলে আমরা তাকে ধরছি।এখানে শুধু একজনকে নয়, অনেককেই ধরে গাড়িতে তোলা হইছে।’
.
তবে প্লাবনের দাবি, ঘটনার সময় তিনি মাস্ক পরে ছিলেন। একজন ম্যাজিস্ট্রেটকে ভাই বলা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, ‘এটা আপনি বলতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই।’
Tag :

Please Share This Post in Your Social Media


ম্যাজিস্ট্রেটকে ভাই বলায় জবি শিক্ষার্থীকে হয়রানি

Update Time : ০৫:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
জবি সংবাদদাতা:
নড়াইলে ম্যাজিস্ট্রেটকে স্যার না বলে ভাই সম্বোধন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
.
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম তওসীবুল আলম প্লাবন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
.
প্লাবন জানান, শনিবার সন্ধ্যার আগে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হন। এসময় নড়াইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান তাদের পরিচয় জানতে চান। প্লাবন ‘ভাই’ বলে সম্বোধন করে নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে তাকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশে সন্ধ্যা ৬:১২ মিনিটে গাড়িতে তোলা হয়। পরবর্তীতে রাত ৯:৩৫ মিনিট পর্যন্ত আটকে রেখে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।
.
প্লাবন বলেন, ‘এক বন্ধুর সঙ্গে আমি বাসা থেকে বের হয়েছিলাম। তখন তিনি (জাহিদ হাসান) এসে জানতে চান, আপনারা কী করেন? ‘আমি বললাম, ভাই আমি লেখাপড়া করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তখন সঙ্গে সঙ্গে গাড়িতে তুলল। ওনার সঙ্গে একজন সহকারী ছিল।
.
উনি বললেন, ম্যাজিস্ট্রেট সাহেবরে ভাই বল?’ এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘ‌টে‌নি। আমাদের নড়াইল শহরে লকডাউন দেয়া হয়েছে। এখানে যদি মাস্ক ছাড়া কাউ‌কে পাওয়া যায়, তাহলে আমরা তাকে ধরছি।এখানে শুধু একজনকে নয়, অনেককেই ধরে গাড়িতে তোলা হইছে।’
.
তবে প্লাবনের দাবি, ঘটনার সময় তিনি মাস্ক পরে ছিলেন। একজন ম্যাজিস্ট্রেটকে ভাই বলা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, ‘এটা আপনি বলতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই।’