সাহায্য পেলে বাঁচবে ক্যান্সার আক্রান্ত জবি শিক্ষার্থী রবিন 

  • Update Time : ১০:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / 175

 

মো: মিনহাজুল ইসলাম, জবি প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ১ম সেমিস্টার এর মেধাবী শিক্ষার্থী (রোল- বি ১৫০৪০৬০১৮) রবিন কুমার হালদার ‘লিওকোমিয়া’ নামক এক জটিল রোগে আক্রান্ত।

চিকিৎসা বিজ্ঞানে যা একধরনের ব্লাড ক্যান্সার। মেধাবী শিক্ষার্থী রবিনের রোগাক্রান্ত হওয়ায় তার পরিবার, সহপাঠী, ও শিক্ষকদের মাঝে নেমেছে শোকের ছায়া। তার জন্য দোয়া ও সহযোগিতা চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা।

রবিনের চিকিৎসার জন্য তাকে দ্রুত চেন্নাইয়ে নিতে হবে এবং এতে প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন জানিয়েছেন তার চিকিৎসকরা।

রবিনের পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন আছেন। লকডাউন-পরবর্তী চিকিৎসার জন্য ইতোমধ্যেই ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন সেখানকার চিকিৎসকরা। তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার জানিয়েছেন, রবিনের যথাযথ চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিতে হবে। এতে প্রাথমিক ভাবে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। টাকার পরিমাণ আরও বাড়তে পারে। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

No description available.

সহপাঠীরা জানায়, রবিল হালদার ক্যাম্পাসে খুবই প্রাণচঞ্চল ও হাসি-খুশি ছিলো। সবার সাথে ভালো ব্যবহার করত। কিন্ত লিওকোমিয়া নামক মরণব্যাধিতে আক্রান্ত হওয়ায় তারা সবাই হতবাক।

এমতাবস্থায় বন্ধুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার পরিবারের কথা বিবেচনা করে চিকিৎসা সসহায়তার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

রবিনকে সাহায্য করতে চাইলে বিকাশ/রকেট/নগদের মাধ্যমে পাঠানো যাবে টাকা। বিকাশে পাঠানো যাবে যেকোন তিন নাম্বার রাইসুল ইসলাম (শিক্ষক) ০১৯১১ ১১১০১৬, জুলিয়া তানহা (বন্ধু) ০১৬৩০৯৮১৯০৬, চপল রহমান (বন্ধু) ০১৯৭৪৮৬৪৮৪২। রকেটে পাঠাতে চাইলে মাসুম বিল্লাহ (বন্ধু) ০১৫২১৫০২১৩৫০। নগদে আশিকুজ্জামান (বন্ধু) ০১৭৫৯১৩১৯৯১ নাম্বারে পাঠানো যাবে টাকা।

এছাড়া রাইসুল ইসলাম, সিটি ব্যাংক, জনসন রোড শাখা, এসি: ২৮০৩১৯২৪৮৬০০১ ব্যাংক হিসাবের মাধ্যমেও পাঠানো যাবে টাকা।

Please Share This Post in Your Social Media


সাহায্য পেলে বাঁচবে ক্যান্সার আক্রান্ত জবি শিক্ষার্থী রবিন 

Update Time : ১০:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

 

মো: মিনহাজুল ইসলাম, জবি প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ১ম সেমিস্টার এর মেধাবী শিক্ষার্থী (রোল- বি ১৫০৪০৬০১৮) রবিন কুমার হালদার ‘লিওকোমিয়া’ নামক এক জটিল রোগে আক্রান্ত।

চিকিৎসা বিজ্ঞানে যা একধরনের ব্লাড ক্যান্সার। মেধাবী শিক্ষার্থী রবিনের রোগাক্রান্ত হওয়ায় তার পরিবার, সহপাঠী, ও শিক্ষকদের মাঝে নেমেছে শোকের ছায়া। তার জন্য দোয়া ও সহযোগিতা চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা।

রবিনের চিকিৎসার জন্য তাকে দ্রুত চেন্নাইয়ে নিতে হবে এবং এতে প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন জানিয়েছেন তার চিকিৎসকরা।

রবিনের পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন আছেন। লকডাউন-পরবর্তী চিকিৎসার জন্য ইতোমধ্যেই ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন সেখানকার চিকিৎসকরা। তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তার জানিয়েছেন, রবিনের যথাযথ চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিতে হবে। এতে প্রাথমিক ভাবে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। টাকার পরিমাণ আরও বাড়তে পারে। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

No description available.

সহপাঠীরা জানায়, রবিল হালদার ক্যাম্পাসে খুবই প্রাণচঞ্চল ও হাসি-খুশি ছিলো। সবার সাথে ভালো ব্যবহার করত। কিন্ত লিওকোমিয়া নামক মরণব্যাধিতে আক্রান্ত হওয়ায় তারা সবাই হতবাক।

এমতাবস্থায় বন্ধুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তার পরিবারের কথা বিবেচনা করে চিকিৎসা সসহায়তার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

রবিনকে সাহায্য করতে চাইলে বিকাশ/রকেট/নগদের মাধ্যমে পাঠানো যাবে টাকা। বিকাশে পাঠানো যাবে যেকোন তিন নাম্বার রাইসুল ইসলাম (শিক্ষক) ০১৯১১ ১১১০১৬, জুলিয়া তানহা (বন্ধু) ০১৬৩০৯৮১৯০৬, চপল রহমান (বন্ধু) ০১৯৭৪৮৬৪৮৪২। রকেটে পাঠাতে চাইলে মাসুম বিল্লাহ (বন্ধু) ০১৫২১৫০২১৩৫০। নগদে আশিকুজ্জামান (বন্ধু) ০১৭৫৯১৩১৯৯১ নাম্বারে পাঠানো যাবে টাকা।

এছাড়া রাইসুল ইসলাম, সিটি ব্যাংক, জনসন রোড শাখা, এসি: ২৮০৩১৯২৪৮৬০০১ ব্যাংক হিসাবের মাধ্যমেও পাঠানো যাবে টাকা।