কুবি থিয়েটারের ১যুগ পূর্তি উৎসব
- Update Time : ০৮:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / 45
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাট্যসংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র ১যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ‘যুগান্তরের উৎসব’। আগামী ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত ৩দিন ব্যাপী এ উৎসব আয়োজিত হবে।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সংগঠনের সাধারণ সম্পাদক হান্নান রহিমের সঞ্চালনায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি গুলশান পারভীন সুইটি। এসময় তারা উক্ত উৎসবের লোগো উন্মোচন করেন।
৩দিন ব্যাপী এ আয়োজনের প্রথম দিন থাকছে, আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৪ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক ‘মাল্যদান’।
দ্বিতীয় দিন থাকছে মৃণাল মুখোপাধ্যায়ের লেখা নাটক
‘যুযুধান’। এছাড়াও রয়েছে ‘একটি গাছ একটি প্রাণ ও দেখা’ নামক মূকাভিনয়। শেষ দিন থাকছে পুনর্মিলনী ২০২৪ এবং নবীন বরণ ও প্রবীণ বিদায় ২০২৪।
অনুষ্ঠানটি নিয়ে সংগঠনটির সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ বছর পেরিয়ে ১৩তম বছরে পদার্পণ করেছে। এক যুগ পূর্তি উপলক্ষ্যে আমাদের এবারের আয়োজন “যুগান্তরের উৎসব”। এই আয়োজনকে কেন্দ্র করে প্রথমবারের মতো “আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৪”, থিয়েটার পুনর্মিলনী এবং নবীন বরণ ও প্রবীণ বিদায় আয়োজন করতে যাচ্ছি । আন্তর্জাতিক নাট্য উৎসব আয়োজনের মধ্য দিয়ে আমরা চাই জাতীয় পর্যায়ের বাইরে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যেন আমরা এগিয়ে যেতে পারি এবং থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারি।