পিএইউতে আইন শিক্ষার্থীদের নতুন কমিটি: সভাপতি ইকবাল ও সম্পাদক আরিফ
- Update Time : ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / 53
সারাদেশের আইন শিক্ষার্থীদের সংগঠন ‘আধুনিক ও স্মার্ট’ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ বিনির্মাণে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় (পিএইউ) শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদককে এতথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানায়, সংগঠনের কেন্দ্রীয় সভার সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের বর্তমান সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান ১৭ সদস্য বিশিষ্ট ওই আংশিক নতুন কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নিলয় খান, এবি এম সালেহ উদ্দিন, মোহাম্মদ সিয়াম, মো. মাফরাজ হোসেন ও ফজলে এলাহী মারুফ; যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন এনামুল হক মাফিত, রিপন আহমেদ, মো. মিজানুর রহমান রিয়ান, আব্দুল্লাহ আল মুঈন ও মো. আসিফুল হাসান শান্ত। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মো. বদরুল হায়দার, মিফতাহুল জান্নাত, রেদুয়ানা আতিক চৌধুরী, মো. নাঈম ও নবীন মাহমুদ শাকিল মনোনীত হয়েছেন।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শাখার নব-নির্বাচিত সভাপতি মো. ইকবাল হোসাইন জানান, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আপার হাতকে আরও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান সভাপতি কাজী মামুনুর রহমান (মাহিম) ভাই এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান আপু নেতৃদ্বয়ের নেতৃত্বে আইনাঙ্গনে বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শ বাস্তবায়ন ও বিএনপি-জামায়াত-শিবিরের প্রেতাত্মা ও অপকর্ম রুখে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মানবতার নেত্রী শেখ হাসিনা আপার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।
এদিকে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, মো. ইকবাল হোসাইনকে সভাপতি ও মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আইন শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।