ঢাবিতে অধ্যাপক জিয়া রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : ০৯:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / 40

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (প্রয়াত) অধ্যাপক ড. জিয়া রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী এবং খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি সমাজের অপরাধ বিষয়ে ও নির্মূলে অনেক গবেষণা করেছেন। অপরাধের প্রতি সমাজের প্রতিক্রিয়া নিয়ে তার সুচিন্তিত বিশ্লেষণ ও মতামত বিভিন্ন সেমিনার, সভায় এবং পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, অধ্যাপক জিয়া রহমানের অকাল মৃত্যু সবার কাছেই অপ্রত্যাশিত ছিল। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এই গুণী শিক্ষক ছিলেন মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব। এই শিক্ষকের অকাল মৃত্যুতে সমাজ, রাষ্ট্র ও দেশের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

শোকসভায় অন্যান্য বক্তারা বলেন, অধ্যাপক ড. জিয়া রহমান সমাজবিজ্ঞান বিশেষ করে অপরাধ বিজ্ঞানের শিক্ষার প্রসার ও গবেষণায় অসাধারণ অবদান রেখেছেন। তিনি বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থীসহ সবার হৃদয়ে অবস্থান করে নিয়েছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবিতে অধ্যাপক জিয়া রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৯:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (প্রয়াত) অধ্যাপক ড. জিয়া রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী এবং খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি সমাজের অপরাধ বিষয়ে ও নির্মূলে অনেক গবেষণা করেছেন। অপরাধের প্রতি সমাজের প্রতিক্রিয়া নিয়ে তার সুচিন্তিত বিশ্লেষণ ও মতামত বিভিন্ন সেমিনার, সভায় এবং পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, অধ্যাপক জিয়া রহমানের অকাল মৃত্যু সবার কাছেই অপ্রত্যাশিত ছিল। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এই গুণী শিক্ষক ছিলেন মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব। এই শিক্ষকের অকাল মৃত্যুতে সমাজ, রাষ্ট্র ও দেশের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

শোকসভায় অন্যান্য বক্তারা বলেন, অধ্যাপক ড. জিয়া রহমান সমাজবিজ্ঞান বিশেষ করে অপরাধ বিজ্ঞানের শিক্ষার প্রসার ও গবেষণায় অসাধারণ অবদান রেখেছেন। তিনি বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থীসহ সবার হৃদয়ে অবস্থান করে নিয়েছিলেন।