পেনশন স্কিম বাতিলের দাবিতে যবিপ্রবি শিক্ষকদের কর্মবিরতি
- Update Time : ০৯:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / 47
মোস্তফা গালিব, যবিপ্রবি প্রতিনিধি:
সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা।
মঙ্গলবার (২৮ মে) সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচে অবস্থান করে এ কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে এই কর্মবিরতি পালন করা হয়। আগামী ০৩ জুন পর্যন্ত এ কর্মবিরতি পালন করার কথা রয়েছে।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে শিক্ষকদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। বৈষম্যমূলক সর্বজনীন এ পেনশন ব্যবস্থা দেশ ও জাতিকে মেধা শূন্য করার একটি গভীর চক্রান্ত। শিক্ষকরা দেশ ও জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু সেই শিক্ষকরা এভাবে অধিকারবঞ্চিত হলে তা জাতির জন্যও উদ্বেগের। জাতির সুষ্ঠু ও সুন্দর বিকাশ ঘটাতে হলে মেধাবীদের শিক্ষকতা পেশায় আসতে হবে। কিন্তু এই বৈষম্যমূলক পেনশন স্কিমের জন্য মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবে।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে বৈষম্যমূলক সর্বজনীন এ পেনশন ব্যবস্থা বাতিল করা হোক অন্যথায় শিক্ষকগণ কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবে।
উল্লেখ্য, ২৬মে যবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত লাইব্রেরি কাম একাডেমিক ভবনের সামনে পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন করেন শিক্ষকেরা। এ সময় তারা পেনশন স্কিমের নেতিবাচক প্রভাব তুলে ধরেন। এর পূর্বে গত ৭ই মে একই দাবিতে মৌন মিছিল করে যবিপ্রবি শিক্ষক সমিতি।