রাবিতে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ
- Update Time : ০৯:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / 195
আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীরে পাঠদান কার্যক্রম বন্ধ এবং এ সময় অনলাইন কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এ সময় হল খোলা থাকবে এবং বিভাগ চাইলে স্বস্থ্যবিধি মেনে সশরীওে পরীক্ষা নিতে পারবে।
আজ শুক্রবার সন্ধ্যায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেকে আজ ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে। তবে বিভাগ চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হলগুলো খোলা থাকবে। এছাড়া শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব অবস্থানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করা যাবে না। বহিরাগহ প্রবেশের বিষয়ে প্রশাসন আরো কঠোর ভূমিকা পালন করবে। রাবি মেডিকেলে বিশটি কোভিড ডেডিকেটেড বেড এবং প্রতিটি হলে আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
পরীক্ষার বিষয়ে অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, এখন পর্যন্ত রাবিতে অনলাইনে কোনো পরীক্ষা নেওয়া হয় নি। অনলাইনে পরীক্ষা নিতে গেলে কারিগরি কিছু সমস্যা দেখা দেয়। এ বিষয়ে যে কোনো বিভাগ চাইলে সশরীরে কিংবা অনলাইনে পরীক্ষা নিতে পারবেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।