বর্ষকথা ২০২০
- আপডেটের সময়: ০৩:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / 272
রাজীব আহমেদ খান:
কালের গর্ভে লুপ্ত দু’হাজার বিশ খ্রিস্টাব্দ
অতন্ত্র প্রহরী- “সময় গতির পাহারা” স্রষ্টার
বিধান সৃষ্টিতে চিরন্তন সত্য ধারা
.
চন্দ্র,সূর্য,পৃথিবী বিরামহীন ছুটছে
নিজস্ব গতিধারায় নিজ কক্ষপথে
গণকের ভবিষ্যৎবাণীতে পুরোহিতের মন্ত্রপাঠ,
কঠিন তপস্যায় ধ্যানে মগ্ন ঋষির উক্তি
“সময়ের গতিরোধ ভাবনা”
যেনো পূজারীদের আলস্যহাসি।
.
বৃক্ষরাজি,সমুদ্র,সমস্ত সৃষ্টি জগত
সময়কে ধারণ করে,সময়ের স্রোত
সম্পাদন করে কর্ম রসদ
ইহা প্রকৃতির অমোঘ নিয়ম।
.
সময়ের চলমান গতিতে জীবনপাতায় হলো যুক্ত,
আরেকটি বিগত বছরের গ্লানি,
মুছে যাক বৈরীতা।
.
আরও একধাপ নিকট হলো মৃত্যু
সবার নতুন আর পুরানো দ্বন্দ্ব চলমান
বিগত-তে অভিজ্ঞতা, নতুনে স্বপ্ন।
.
হাসি-কান্না ভুল–শুদ্ধ বৈশ্বিক মহামারী
লকডাউন সারাবিশ্ব স্তব্ধ।
.
সংঘটিত হয়েছে হিংসা হানাহানি যুদ্ধ
তেমনি করে আবার মানবতার ধার
উন্মোচন করে দেখিয়েছে ভ্রাতৃত্বের দৃষ্টান্ত
এমনি নানা চড়াই-উৎরাই বিশ্ব করলো
২০২০ইংরেজী সাল অতিবাহিত।
.
যাকনা যেমন গেছে পুরনো বছর
নতুন বর্ষে আসুক সুখের নহর
যা কিছুতে ব্যর্থ হয়েছি ইতিপূর্বে
সফলতায় প্রতিবন্ধকতা উন্মোচন করে
অর্জিত শিক্ষা হোক আমাদের সফলতা অর্জনে দীক্ষা।
.
লেখক: স্টাফ রিপোর্টার,বিডি সমাচার ২৪ ডটকম।
ট্যাগ :



























